কেউ বলে নি আমরা ক্ষমতা চাই, কেউ বলে নি আমরা অচলাবস্থা চাই, কেউ রোগীর হয়রানি চায় নি। কী চেয়েছিল? চেয়েছিল দীর্ঘদিন ধরে কোন এক অদ্ভুত কারনে না হওয়া ইলেকশন পুনরায় শুরু করে গনতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন তৈরি করতে। প্রসঙ্গত বলে রাখা ভালো মেডিকেল কলেজের প্রতিটি ছাত্রছাত্রী মেডিকেল কলেজ স্টুডেন্ট ইউনিয়নের বাই ডিফল্ট মেম্বার সে যতদিন কলেজের ছাত্রছাত্রী। এবার ইলেকশন কিভাবে হয়? এখানে কোন রাজনৈতিক দল হিসেবে প্রার্থী দেওয়া হয় না। ৪ টে ইয়ারের থেকে ৫ জন করে মোট ২০ জন ক্লাস রিপ্রেসেন্টেটিভ বেছে নেওয়া হয় তার জন্যে নাম জমা দিতে হয়, যারা যারা ইচ্ছুক ভোটে দাঁড়াতে তারা দাঁড়াতে পারে। এই প্রথা দীর্ঘদিন ধরেই হয়ে এসেছে। মাঝে প্রায় ৫ বছর কলেজে ভোট হয় নি। ইউনিয়ন নেই। ছাত্রছাত্রীদের বেসিক দাবি দাওয়া অথোরিটির কান অব্ধি পৌঁছে দেবার কোন অফিসিয়ায়াল একটা বডি নেই ৫ বছর প্রায়। ইলেকশন করানোর দাবী ওঠে বারবার, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা কোনভাবেই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত নয় তাদের আন্দোলনের জন্যে, ১ বেলা কয়েকজন সিনিয়ার ডাক্তার ঘেরাও থাকার জন্যে নাকি রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে এরকম খবর কিছু বাজারি মিডিয়া করলেন। অথচ তার পর দিনই সেই গাইনির প্রফেসর ওপিডিতে রইলেন না কিন্তু রোগী পরিষেবা বিন্দুমাত্র ব্যাহত হল না!আসলে সেই NRS মুভমেন্ট চলাকালীন দলমত নির্বিশেষে সব মাঝি মল্লারকে এক নৌকোতে বিদেয় করার পর মনে হয় ইলেকশন করানোর খুব একটা ইচ্ছেও ছিলো না ওপর মহলের আর কী! শুরু হল অনশন কিন্তু যে অথোরিটি ছাত্রছাত্রীদেরকে খুন করার হুমকি দেন তাদের এসবে কবেই বা কিছু যায় এসেছে!
অনশন উঠে গেল কিন্তু মেডিকেল কলেজ হেরে গেল কি? আজ্ঞে না! এ যাবৎ কালের সব থেকে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে নিল তারা। একটা ইলেকশন অর্গানাইজ করে ফেলেছে ওরা। ডাঃ বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, অম্বিকেশ মহাপাত্র, সুজাত ভদ্র এই চারজনের তত্ত্বাবধানে, লাইভ স্ট্রিমিং করে ভোট হয়ে গেল আজ। ১০০০ জনের মধ্যে কত জন ভোট দিল জানেন? ৭৮৮ জন!
আমি চাই ছাত্রছাত্রী আন্দোলনের এই মডেল ছড়িয়ে আরো ছড়িয়ে পড়ুক। যেখানে যেখানে সাধারন ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষের কণ্ঠ রোধের চেষ্টা রাষ্ট্র করবে আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে নিজের কথা বলার! এই ইলেকশন কোন পার্টি জিতবে হারবে আমি জানি না! শুধু এটুকু জানি মেডিকেল কলেজ জিতে গেল!
শেষ পাওয়া খবর মত মেডিকেল কলেজ ২০ – অথোরিটি ০
লং লিভ ডেমোক্রেসি!
লং লিভ ৮৮,কলেজ স্ট্রীট ✊🏽