শুধুই থানায় নালিশ কেন? এবার তবে গ্রেপ্তারও হোক।
অবাধ্য সব ডাক্তারদের জব্দ করে শেখাও সবক।
নকল ব্যালট ছাপিয়ে যারা হাস্যকর এক নির্বাচনে
নকল রাজা সাজল… এবার নামল তারাই রণাঙ্গনে।
সব কটা চোর। সৎ ডাক্তার মানেই ওদের চোখের বালি।
অভীক থেকে সুদীপ্ত তক সব কটা লোক বেজায় জালি।
সন্দীপ অ্যান্ড কোম্পানিদের পাপকর্মের হিসেব গুণে…
পুকুর চুরি সারার পরে হাত পাকাল কন্যা খুনে।
বিদ্যে বুদ্ধি যেমন তেমন, প্রবৃত্তিতে দারুণ ওঁচা।
চোদ্দোতলার ট্রেনিং মাফিক শিখল খুনের প্রমাণ মোছা।
নকল ভোটের কাউন্সিলটা বাতিল হবে বিচার হলে।
এক্তিয়ারের কঠিন হিসেব যা বুঝে আয়… ববির টোলে।
সুবর্ণ আর মানস যাবে… সেই রঞ্জন আর… উৎপলও।
এরাই শুধু? ভাই কাউন্সিল আমিও আছি। আমায় তোলো।
★











অসাধারণ লিখেছেন। এদের সম্পর্কে যতই বলা হোক, কম বলা হবে। নতুন ভোরের আশায় আমরা একত্রিত হই। জোট বাঁধি।✊✊✊
দারুণ!