পশ্চিমবঙ্গে আবার কোভিড পেশেন্টের সংখ্যা বাড়ছে, দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এখনো দিশাহীন, পরিকল্পনাহীন। এক বছর সময় পাওয়া গেছিল। প্রথম ঢেউ থেকে শিক্ষা নিয়ে সুপরিকল্পিত ভাবে এই বারের কোভিড পেশেন্টদের পরিষেবা সুষ্ঠু ভাবে দেওয়া যেত, প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড উইং খুলে সেখানের পরিকাঠামো উন্নতি করা যেত। কিন্তু ভোটের মহাসমারোহে ভেসে যাওয়া আমাদের সমাজের বাকি লোকজনের মতও পশ্চিমবঙ্গ সরকার আবারও তার অদূরদর্শিতার পরিচয় দিল।সতর্কবার্তা তো দূরে থাক এখনো বেড়ে চলা কোভিড পেশেন্টদের কিভাবে পরিষেবা দেওয়া হবে এবং তার পাশাপাশি নন-কোভিড পরিষেবা কিভাবে চলবে সেই নিয়ে তাদের হঠকারিতা আর পরিকল্পনার অভাব এবার ও প্রমাণ হল।
মেডিকেল কলেজ, হ্যাঁ মেডিকেল কলেজ এবারও কারণ, একটা কলেজকে পঙ্গু করার একটা সুযোগ যখন পাওয়া গেছে আবার ছাড়া হবে কেন! তাই হঠাৎ করেই নির্দেশ এল মেডিকেল কলেজের দুইটি CCU-র যার একটিতে নন কোভিড এবং আরেকটি তে কোভিড রোগীদের চিকিৎসা চলছিল, সেখানে নন কোভিড CCU-কে কোভিড CCU-তে পরিণত করা হবে।
তাহলে এবার স্বভাবতই মনে আসে যে তাহলে কলেজে নন কোভিড রোগীদের যে বড় বড় অপারেশন হচ্ছে, যাদের অপারেশনের পর মনিটরিং লাগে (post -op care); যে পেশেন্টরা খারাপ অবস্থায় এমারজেন্সিতে ভর্তি হচ্ছে তাদের কি হবে!!আমাদের এই প্রশ্নের উত্তরে মেডিকেল কলেজের অথোরিটিও একই রকম দিশাহারা ছিল পশ্চিমবঙ্গ সরকারের মতই। ফলে রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নন কোভিড CCU-কে কোভিড CCU-তে পরিনত করা হবে এবং নন কোভিড পেশেন্টদের জন্য মাত্র ১২ টি বেডের CCU শুরু করা হবে। একটি টার্শিয়ারি হাসপাতাল যেখানে কোভিড নন কোভিড পরিষেবা সমান তালে চলছে সেইখানে কয়েকশো নন কোভিড রোগীদের জন্য মাত্র ১২টি CCU বেড!
আবার কোভিড পরিস্থিতি আশংকাজনক আকার নিয়েছে। আবার শুরু হয়েছে কোভিড পরিসংখ্যান, হ্যাঁ শুধু পরিসংখ্যান। কারণ, সরকারি নির্দেশ দেওয়া হলেও এখনো পশ্চিমবঙ্গের বাকি সরকারি মেডিকেল কলেজ এবং বাকি হাসপাতালগুলোতে কোভিড বেড খোলা হয়নি। ফলে ভোটের উৎসবে যে দ্রুত হারে কোভিড রোগীদের সংখ্যা বাড়ছে তাতে এই সীমিত সংখ্যক বেড ভর্তি হতে বেশি সময় লাগবে না। তারপর বিগত বছরের মতই একই পরিস্থিতি তৈরী হতে চলেছে, বেড পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে হবে রোগীদের। অন্য দিকে মেডিকেল কলেযের উপর চাপ দেওয়া হচ্ছে সেখানকার নন কোভিড পরিষেবা বন্ধ করে আবার কোভিড এক্সক্লুসিভ করে দেওয়ার জন্য, আবার সেই মডেলেই হাঁটতে চাইছেন যে এক্সক্লুসিভ মডেল প্রথম wave-এর সময় ব্যর্থ হয়েছে।
দিল্লী মুম্বাই ইতিমধ্যে শিক্ষা নিয়ে প্রতি হাসপাতালে কোভিড উইং খুলে ফেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের শিরে সংক্রান্তি। একদিকে চলছে ভোট পরব আর একদিকে বেড়ে চলেছে কোভিড পেশেন্ট এর সংখ্যা।
আমরা, MCKRDA এর তরফ থেকে একটাই কথা বলতে চাই,
১.বিজ্ঞানসম্মত নিয়মে কোভিড ওয়েভকে সামলানোর জন্য শীঘ্রই সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড, অক্সিজেন সাপ্লাই, প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতে হবে।
২.সরকারি হঠকারিতা এবং অপরিণামদর্শিতার জন্য কোনো ২টি বা তিনটি হাসপাতালের নন কোভিড পরিষেবা বিঘ্নিত করে রোগীদের এবং ওই কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি করা যাবে না।
#MCKRDA
#LETMCKBE
#MCKISINCLUSIVE
MCK WILL REMAIN INCLUSIVEদ