যে মুখ থেকে পিছলে বেরোয়
ভালোবাসার চমক বুলি
প্রেম নিবেদন হঠাৎ করে
স্কুল ফেরতের পাড়ার গলি
আগের বছর এমন দিনে
পরিয়েছিলে রাখী কিনে
দুষ্টু চোখে
এ পূর্ণিমায় পারো যদি
মাস্ক দিয়ে মুখ ঢেকো তাকে।
অসাবধানে আস্কারা নয়
গভীর চোখে মাস্কারা নয়
মাস্কা মেরে যে ছেলেটা
ধমকে ছিল পড়ার ফাঁকে
সাহস করে আজকে দিনে
বেঁধেছিলে রাখী কিনে
রাগের ঝোঁকে
এ পূর্ণিমায় পারো যদি
একখানা মাস্ক দিও তাকে।
অনেক দিন আর হয় না দেখা
বিয়ের পরে ভাইটি একা
অপেক্ষাতে প্রহর গোনে
ভাবছে বসে রাখীর দিনে
আনবে দিদি ফুলের রাখি
মুঠো করে দুহাত বাড়ায়
তোমার দিকে
এ বছরে পারো যদি
দুহাতে মাস্ক দিও তাকে।
ঝান্ডা হাতে পাড়ায় পাড়ায়
স্লোগান দিয়ে রাস্তা থামায়
সেসব দাদা
নানা রকম অজুহাতে জুলুম চাঁদা
তারাও আজ ঢাক বাজিয়ে
ধান দুর্বার থাল সাজিয়ে
রাখী দিয়ে দুহাত ঢাকে
পূর্ণ চাঁদের আজকে দিনে
পারো যদি
কয়েকটা মাস্ক দিও তাকে।