শহীদ বলার কুপ্রথাটা বন্ধ হোক,
গা ঢাকা দেয় ওর আড়ালে সব নরক,
যাদের দূতে মৃত্যুকূপে ধাক্কা দেয়,
জীবৎকালে ধমকে বলে ‘থাক কাদায়’,
মুছলে জীবন তাদেরই স্বর উচ্চতে,
কান্নাজলে রুমাল ভেজে গুচ্ছতে,
তড়িঘড়ি মুছতে বেবাক ভুলের ছাপ,
শহীদ নামক তকমা সহিত শ্বেত গোলাপ!
সামলালো যে ব্যাঙ্ক ও রেলের ঝক্কিকে,
পাড়ায় থাকে, চেনো কি কেউ লোকটিকে?
লকডাউনেও চালু অফিস সামলিয়ে,
দুদিন আগে ফিরলো কাশি জ্বর নিয়ে
মুখের ভেতর নল ঢুকিয়ে আজ হাঁপায়
মরে গেলে কালোয় মুড়ে কাল ধাপায়
কাজের সময় পি পি ই তার দেয়নি কেউ,
যোদ্ধা বলার নামতালিকায় নেই আদৌ,
বলি দেওয়া হাড়িকাঠে সাজিয়ে বেশ,
অমনতর শহীদকে কি চাইছো দেশ?
কোভিড হলেই পাঠানো হয় পুলিশকে
এই মারীতে তাদের মতো ফুলিশ কে!
ডিউটিতে নেই দাঁড়ি কমা এখন তার,
কন্টেইনমেন্ট সীমান্তদের দেখনদার,
থাকুক কাশি, গায়ে ব্যথা কিংবা জ্বর,
রাষ্ট্র বলেন ভালোই আছিস, ঊর্দি পর,
পুলিশ হলে মানুষ থাকে আর কি সে,
বিপর্যয়ে ফাউএর মতন বাড়তি সে।
তকমাতে পায় সান্ত্বনা মা বৌ কি তার,
চেকআপ বিনাই লাশ হলে সে চৌকিদার?
আর যত সব দপ্তরীরা সরকারী,
অফিস যাদের দুঃসময়েও ঘরবাড়ি
সুরক্ষাতে ব্যবস্থা সব নিজস্বই,
রাষ্ট্র দেবেন, তেমনটি আর প্ল্যানিং কই?
কোভিডখোঁজে বেড়ান ঘুরে সাংবাদিক,
চাকরিদাতা তাঁদের নজর রাখছে ঠিক?
খবর দেওয়ার দূত আজ যারা সবেধন,
জ্বর হলে কি পাবেন ছুটি সবেতন?
মিডিয়া মোগল সুরক্ষাতে নির্বিকার
বাইট পেলেই দিন চলে যায় দিব্যি তার।
ডাক্তার নার্স, তাঁদের কথা ধরছিনা,
তাঁদের রুটিন হয়না এখন জ্বর বিনা।
কিন্তু তাঁদের নিজের কারো জ্বর হলে,
হাসপাতালও দেখে তাঁদের পর বলে।
বাড়ি থাকাও পড়শি পাড়ার মর্জিতে
চেনা লোকও পারে তখন দোর দিতে।
যারা গেলেন এই কোভিডের তান্ডবে,
বাঁচার সময় মান তাঁরা আর পান কবে।
খুঁজলে তাঁদের মৃত্যু পাবে ফাঁক কত,
বলির যেমন ছাগল বাঁধা বাধ্যত।
কোয়ালিটি মাস্কের নেই কনট্রোলে,
সেটাই পরো যেটা তোমার মন বলে।
স্যানিটাইজার কেমন হবে নেই জানা,
ফুটপাতে তার বিক্রিবাটায় নেই মানা।
তার ওপরে হচ্ছে লাগু জি এস টি
কমতি পকেট, ভাবনা তাতে বিশেষ কি?
বেড খুঁজে আজ হয়রানি প্রায় সব রোগীর
কোথায় ফাঁকা, ফোনের লাইন তার স্থবির।
পজিটিভ আজ অভিশাপের নতুন নাম,
অ্যাম্বুলেন্সও মর্জিমাফিক হাঁকেন দাম।
সৎকারে আজ ঘুষের বহর হাজার সাত,
কেউ করে কি সেদিকপানে দৃষ্টিপাত?
স্বাস্থ্য থেকে অস্ত্র দামী যেই দেশে,
জীবনমরণ মাপতে শেখে যুদ্ধে সে।
বাঁচার সময় সম্মান নেই একটু যার,
মরে গেলেই শহীদ নামের তকমা তার।
রাষ্ট্র জানেন, ওদের আসল নাম ‘শিকার’..