এইডস আর ক্যান্সার (স্তন, ফুসফুস, কোলন ও প্রোস্টেট) থেকে যত মানুষ মারা যান তার চেয়ে বেশি মানুষ মারা যান হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে। হাসপাতালের বাইরে ঘরে বা কর্মস্থলে প্রাপ্তবয়স্কদের হঠাৎ করে হার্ট বন্ধ বেশি হয়, ৭৩. ৪ শতাংশ। গরিব দেশগুলোতে এই অনুপাত সম্ভবত আরো বেশি। কম ও মাঝারি আয়ের দেশগুলোতে পৃথিবীর তিন চতুর্থাংশ মানুষ থাকেন, যেখানে হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যায়। আশেপাশে যারা আছেন তারা হৃদ শ্বাস পুনরুজজীবন (bystander cardio pulmonary resuscitation-CPR) করবেন এই ধারণাটাও তেমন প্রচারিত নয়।
হঠাৎ করে যাদের হার্ট বন্ধ হয় তাদের মধ্যে ৯০% মারা যাবেন যদি CPR না করা হয়। CPR করতে প্রতি মিনিট দেরি করার জন্য বেঁচে ওঠার সম্ভাবনা ৭% করে কমতে থাকে, আর ১৫ মিনিট হয়ে গেলে বেঁচে ওঠার সম্ভাবনা থাকে এই না বললে চলে। যারা আশেপাশে আছেন তারা যদি সঙ্গে সঙ্গে CPR শুরু করেন তাহলে বেঁচে ওঠার সম্ভাবনা ২ থেকে ৪ গুণ বেড়ে যায়।
আমরা বিশ্বাস করি ‘CPR begins at home’–বাড়িতেই শুরু হোক CPR, Bystander chest compression only CPR নিয়ে জন সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া খুব জরুরী। সারা পৃথিবীতেই এ বিষয়ে জ্ঞানের আদান প্রদান এবং হাতে-কলমে শিক্ষার প্রয়োজন।
কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের শিশুরোগের অধ্যাপক ডাক্তার তাপস কুমার মন্ডলের উদ্যোগে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নাইজেরিয়া ও চীনে হাতে কলমে শিক্ষার ১৫০ এরও বেশি কর্মশালা হয়েছে। খড়্গপুরে, দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা মাঠে অনেক মানুষকে একসঙ্গে CPR শেখানো হয়েছে। এখন প্রচেষ্টা চালানো হচ্ছে উগান্ডা, ইজিপ্ট, সিসিলিস, ঘানা, হন্ডুরাস, কেনিয়া ও মঙ্গোলিয়ায় প্রশিক্ষণ কর্মসূচি বিস্তার করার।
১৬ই অক্টোবর ‘World Restart a Heart Day’ পালন করার মধ্য দিয়ে chest compression only CPR সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। জুমের মাধ্যমে তিনটি টাইম জোনে প্রশিক্ষণ হবে। যেখানে যেখানে সম্ভব প্রশিক্ষণের জন্য ম্যানিকুইন ব্যবহার করা হবে। অন্যখানে দেখার জন্য থাকবে ভিডিও।
ডা তাপস কুমার মন্ডল শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের বহুদিনের সহযোগী। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় এবং ডা মণ্ডলের এই উদ্যোগে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ অংশীদার হবে।
শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ চায় তার কাজের ক্ষেত্রগুলি এবং তার সহযোগী সংগঠনগুলি ১৬ ই অক্টোবর chest compression only CPR প্রশিক্ষণের উদ্যোগ নিক।
প্রশিক্ষণের জন্য অবিলম্বে নিম্নলিখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করুন।
ডা পুণ্যব্রত গুণ 9830922194
ডা মৃন্ময় বেরা 89816 49766
We Cybernetics Robo (The 1st EdTech company in Sylhet) are also participating in WRAHD event on 16th October, 2023