হয় তুমি তার সঙ্গে আছো, নয় মেয়েটার সঙ্গে নেই,
এড়িয়ে যাওয়া মাঝামাঝি মানুষ এখন বঙ্গে নেই,
হয় তুমি আজ যোদ্ধাসাজে তিলোত্তমার স্বপক্ষে
কিংবা তুমি সাপোর্ট করো থ্রেট-মাফিয়া’র কু-ছককে।
এই লড়াইয়ে ‘ ঠিক জানি না’ বলার মতো জায়গা কই
যায় না হওয়া গা বাঁচিয়ে জটলা থেকে আলগা খই,
পক্ষহীনের এখন মানে ‘তিলোত্তমার তরফ নয়’,
চাইছে যে সব আগুন থেমে সে শব যেন বরফ হয়।
আর্জি করার সময় গেছে, বদলে ওয়ান্ট আজ ডিমান্ড
আর জি করের চাইতে বিচার একচুলও না বদল স্ট্যান্ড।
মধ্যিখানে লাইন টানা পুজো বনাম উৎসবের
কোন শিবিরের ছত্রে কে যে , এতেই হবে উৎস বের।
‘জো হুজুর’এর সঙ্গে এখন যুদ্ধ চালু শিরদাঁড়ার
‘থ্রেট’ মাফিয়া’র শুকনো থ্রোটের সামনে ফুরায় ক্ষীর-ভাঁড়ার,
অবাধ ‘Power’ এ বাঁধ পাওয়া মানবে থোড়াই শান্তিতে
সুযোগ পাওয়ার অপেক্ষাতে থাকবে নখে শান দিতে।
মেয়েটার জন্যে এ যু্দ্ধ তাই চলতে পারে অনেক সাল,
বিচার পেতে ঠিক ততকাল থাকবে জ্বলে এই মশাল ।
তিলোত্তমার প্রতীক লেখা বর্মটি যার অঙ্গে নেই,
দেখছি তাকে তার পোশাকে উল্টোদিকের রঙ জেনেই।
বন্ধু এবং শত্রু চেনা যায় তো এমন জঙ এলেই,
হয় তুমি মেয়ের সঙ্গে আছো, কিংবা আমার সঙ্গে নেই।