★অনেক মানুষ একলা মানুষ★
লেখক: অনির্বাণ জানা
প্রণতি প্রকাশনী স্টল ১২৫
দৃষ্টিকোণের উপর দৃষ্টিভঙ্গি না দৃষ্টিভঙ্গির উপর দৃষ্টিকোণ নির্ভর করে?
বিতর্কিত বিষয়! আদপেই নয়?
কারণ দুটোই একে অপরের উপর নির্ভরশীল হতেও পারে নাও পারে।
প্রতিটি মানুষ পৃথক। তাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পৃথক।
একজন চিকিৎসক পেশার তাগিদে বহু মানুষের সাথে পরিচিত হয় প্রতিদিন। কেউ বা মনে থাকে, কেউ থাকেনা।যাদের মনে থাকে তাদের মনে থাকার বিশেষ কিছু কারণ থাকে, থাকতে হয় বিশেষ কিছু বৈশিষ্ট্য। সেই সকল বিচিত্র মানুষ তাদের বিচিত্র স্বভাব নিয়েই “অনেক মানুষ একলা মানুষ। “
নামকরণ কি অসাধারণ মাধুর্যময়, বইটির সারমর্ম এই নামকরণেই লুকিয়ে আছে।
বস্তুত মানুষের বিচিত্র স্বভাব, অভ্যাস, বিচিত্র জীবনযাপন লেখকের মনের উপর যে গভীর প্রভাব বিস্তার করেছে এবং তাঁর মনের গভীর কোণকে গভীরভাবে অনুরণিত করেছে, তিনি আজীবন তা বহন করে নিয়ে চলছেন। সেই সকল স্মৃতি নির্ভর সত্য ঘটনা অবলম্বনে।
মানুষে মানুষে আনন্দের গল্প গুলোই এখানের মূল গল্প। যা বয়ে আনে মনে এক অকৃত্রিম আনন্দ। কিছু হাস্যরস সমৃদ্ধ মানুষ থাকেন আমাদের সমাজে তাদের কথাও কলমের সুচারু খোঁচায় ফুটে উঠেছে নিঁখুত ভাবে।
গল্পগুলি বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল ডক্টরস’ ডায়ালগের পাতায়।