যুদ্ধ হিংসা সন্ত্রাসবাদ হানাহানি নিয়ে অনেক লেখা লিখলাম। লেনিন, কাউটস্কি, স্টালিন, ফুকো, বিপ্যান চন্দ্র অনেক হল। একেবারে ব্যক্তিগত কথা লিখি আজকে। সময়টা কোভিড কাল।
দুবার এড়াতে পারলেও তৃতীয়বার কাহিল। হাসপাতালে যাইনি। মেস বাড়িতে একাই ছিলাম। বাড়ি থেকে দুশো কিমি দূরে নন্দীগ্রামে। সহায় সম্বল দুই বাহন চালক। একজন দিদির অনুগামী, ধর্মপ্রাণ মুসলিম, আরেকজন দাদার অনুগামী, বৈষ্ণব। একজন দুবেলা খাবার নিয়ে আসছে তার বোনের তৈরি ময়দার পাতলা রুটি। বেড়ে খাওয়াচ্ছে। আরেকজন মন্দিরে স্যারের রোগমুক্তির জন্য মানতের প্রসাদ পায়েস। লাখ টাকা মাস মাইনের মানুষের পাশে নুন আনতে পান্তা ফুরায় এমন দুটি মানুষ। রাতে একা জেগে আছি। সব রকম কো মরবিডিটি।
জীবনের প্রথম মৃত্যু ভয়। ভরসা দিচ্ছে দুজন মানুষ। হ্যাঁ মানুষ। মানুষই মানুষের পাশে থাকে। এতো দিন বাদে সেই কৃতজ্ঞতায় চোখে জল আসে।
কে এক ফেবু বন্ধু দেখলাম দেশের এই অবস্থায় লিখেছেন চরম হতাশ হয়ে যে আমরা ইতরের দেশে বাস করি। ভুল বন্ধু, এদেশে এখনো ভালোবেসে এক নাস্তিক সেক্যুলার বামপন্থীর পাশে মুসলিম থাকে, হিন্দু থাকে, দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী থাকে। ধর্ম, জাত, রাজনীতি সবটাই আসলে বাইরের খোলস। ভেতরে ভেতরে আমরা সবাই বোধহয় সবাইয়ের পাশে থাকতে চাই। সবাই আমরা ইতর হয়ে যাই নি। দেশটা এখনও ইতরের হয়ে যায় নি। একজন সমুদ্র সেনগুপ্ত এর পাশে দাঁড়ানোর জন্য একজন সাবির আলী বা একজন স্বপন মাইতি ঠিক জুটে যাবে নিখাদ ভালোবাসার টানে।
আমরা ভারতবাসী। দেশের মধ্যের বা দেশের বাইরের কোনো ক্ষমতালোভী নেতা তথা শুয়ো*র বাচ্চার ক্ষমতা নেই এই ভালবাসার বাঁধন ভাঙ্গার। জানি আমার দেশ আমার ভারত মহান নয়, অনেক দোষ আছে, ত্রুটি আছে তবুও আবার জন্মালে এই তথাকথিত ইতরের দেশে ই জন্মাতে চাই। দেখতে চাই ঘেন্নার বদলে ভালোবাসার যুদ্ধে কে জেতে।












ভালো ভাই ভালো চালাও।🤨
সবাই খুব ভালো গো।🥺
তাই আপসোস এ জীবনে ভালো হওয়া আর হয়ে উঠলো না।তোমার লাখ টাকা তোমাতে মুবারক।
কি করতে ফেবু তে আসি সেই আমি তাই ভাবি খালি।
এই এক রুটির জন্য এইই!তাও আবার ময়দার।যেটা খাওয়া মোটেই স্বাস্থ্য কর নয়। পরীক্ষাই তো দিতে
দিলানা তা আবার প্রার্থনীয় কি করে কই!দূরত্ব-ই যে ললাট লিখন এক প্রাচীর ভৌগলিক।
এতো সারাদিন ধরে রুটি করে যাচ্ছি।আরও না জানি কত কাজ।তবু ভালো আর ভালোবাসা এক দীর্ঘ তপস্যাই যেন মড়ার খাট। কি জানি ঘরোয়া কাজ হয়তো বাথরুম বাহ্যের মতো জৈবিক। তাই তো এমন আদুরে বিজ্ঞাপণ হয় না তার।😪😔
ভালো থাকো আরও এমন নব জীবন লাভ করো চাই🌿।
🔥