যে তন্ত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আবদ্ধ করে, তা হল ভারতের প্রজাতন্ত্র। যে তন্ত্র আমাদের ১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষা করে, তাদের সুস্থ রাখে, তাদের অধিকার রক্ষা করে, সেটি হল ভারতের প্রজাতন্ত্র।
আপনাদের সকলকে মহান ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আসুন আমরা সকলে মিলে এই প্রজাতন্ত্রের বিশাল বৃক্ষের ভিত মজবুত করি।
আমাদের ঘাম এবং রক্ত দিয়ে এই মহান বৃক্ষের প্রতিটি শাখাকে পুষ্ট করতে হবে, ধর্ম-বর্ণের ফাঁদে না পড়ে। আমাদের আওয়াজ তুলতে হবে, স্পষ্টভাবে, এত জোরে যা বিপজ্জনক ঝড় থামাতে পারে যা প্রতিটি ঝড়-ঝঞ্ঝা ভেদ করে, গণতন্ত্র -নৌকাকে নিরাপদে পারে আনতে পারে। .