আমি বিষাণের মত অতখানি কাব্য জানি না। শুধু জানি, আজ দিন পুনরুত্থানের।
শীতঘুমে থাকা আর লেসারকীর্তন গাওয়া সর্পদাদাগণ
খাটের তলায় বসে,
ফ্যাসিবাদ-পদাবলী… নিরুচ্চার রেখে দিয়েছিলে
অপেক্ষায় আছি। এসো, ফের সেই ক্যারল শোনাও।
জয়আদি কৌশিকসমূহ,
তাদের খাটের নীচে লুঠ করা টাকা নেই তত
লুঠেরারা যে ভিক্ষা দিয়েছে…
আছে সেইটুকু শুধু,
পুনরুত্থানের দিনে, সেই ভিক্ষা শোধ দিতে আজ
কলস্বরে শুরু হবে ব্রাত্য গানগুলি।
কার্নিভাল সমাগত। পঞ্চায়েতও প্রায়।
পথে শুধু থেকে যাক রাশি রাশি মুঠোবাঁধা হাত
লেসার-গ্রেটার নয়, অন্যতর কিছু।
দূরবীন মিথ ভেঙে হাতগুলো রাস্তায় নেমেছে।
লেসার কীর্তন বুঝলাম না।