★
রাজসাক্ষী রাজসাক্ষী
সন্দীপ পেলে খাও?
অভীক খুনি খাও?
ফোন করে যে ডাকল তোমায়, খাও?
বিরূপাক্ষ, আশিসটাসিস… তাও?
সিবিআইটা মস্ত পেটুক
নিংড়ে নিল যেথায় যেটুক…
সব খুনিদের সকল সুলুক
বন্ধ খামে এবার বলুক…
রাজসাক্ষী ল্যাজ উঁচিয়ে এদিক ওদিক চাও
বাঁচতে হলে আসল সত্যি এবার বলে দাও।
★