দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ১৪
চরেদের ঘুম ভেঙে গেছে।
স্রোতেরা ফুরিয়ে গেলে
শীতকালে জেগে ওঠে ওরা।
পাখিদের কে জানাল
এ সময়ে আসতেই হয়?
একটু কুয়াশা নেই জানো !
জিওল মাছের মতো প্রাণবান স্মৃতি।
ওদের বয়স সেই একই ;
জন্মের পর থেকে আর বাড়েনি।
অষ্টাদশী হাত ধরে হেঁটে যায়,
ইচ্ছেরা ছুঁতে চায় ওকে।
সংকোচ সরে গিয়ে ঠোঁটেরা মেশে।
আগের মতো সবকিছু; একইরকম।
শীতটা চরেই কাটিয়ে দেবো –
পরিযায়ী পাখিদের সঙ্গে
এরকমই চুক্তি করেছি এইবার।