আজ ২৪ আগস্ট, ২০২৪ বিকাল ৬ টায় স্বাস্থ্য সচিবের আহ্বানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে যায়। আলোচনার কথিত উদ্দেশ্য ছিল সরকারি মেডিকেল কলেজগুলিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। আলোচনায় জয়েন্ট প্লাটফর্ম ছাড়া আই এম এর পশ্চিমবঙ্গ শাখা, প্রোটেক্ট দি ওয়ারিয়র্স, সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং আর জি কর মেডিকেল কলেজের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন। আর ব্যক্তি হিসেবে ছিলেন ডাক্তার কুনাল সরকার।
অবস্থা স্বাভাবিক করার জন্য প্রশাসনের যে দাবিগুলো মেনে নেওয়া দরকার সেগুলো প্রশাসনের কাছে আবারো বলা হয় জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে। প্রত্যেক দুষ্কৃতীর গ্রেপ্তার, RG Kar ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বৃত্ত চক্র যা অপরাধের সঙ্গে সামনে আসছে তাদের শাস্তি, মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের অবাঞ্ছিত ভাবে এই অপরাধের ঘটনায় অনুপ্রবেশ , মিথ্যে খবর প্রচার, তদন্তে বিলম্ব ঘটানো, FIR এ দেরি , ভাঙচুর করে তথ্য লোপাটের অভিযোগ এগুলোর সব কটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, ১৪ ই আগস্ট রাতের দুষ্কৃতী হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের কোন প্রশাসনিক পদে না রাখা, চিকিৎসকদের মারধরে অভিযুক্তদের গ্রেপ্তার, জালিয়াতি করে নির্বাচিত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ভেঙে দেওয়া , “রাতের সাথী” বাতিল করা এবং প্রাসঙ্গিক অন্যান্য সব কিছু বলা হয়।
স্বাস্থ্য সচিব আমাদের কথা শোনেন এবং নোট করেন। তিনি বলেন যে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন। কিন্তু তার কাছ থেকে আমরা কোন ইতিবাচক প্রতিশ্রুতি পাইনি। কাজেই আজকের আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে ফলপ্রসূ হয়েছে বলা যাচ্ছে না।
অভয়ার সঙ্গে হওয়া অন্যায় এর ন্যায়বিচার এবং রাজ্যের স্বাস্হ্যব্যবস্থায় অরাজকতার বিরুদ্ধে লড়াই এ আমরা এক পাও পিছিয়ে আসছি না।
-জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস্