কথা কও, কথা কও
মহা ভরসার ওগো সিবি আই
কেন বসে চেয়ে রও?
কথা কও, কথা কও।
পুলিশ লুকোয় তার সব কথা
তোমার খবর পেলে,
কত শত শত গায়েব নথিরা
ভেসে যায় অবহেলে
তুমি পৌঁছোলে স্রোত নাহি আর,
কলকল ভাষ নীরব তাহার—
তরঙ্গহীন ভীষণ মৌন,
তুমি তারে কোথা লও!
ও গো সিবিআই আদালতে এসে
কথা কও, কথা কও।
কথা কও, কথা কও।
করো ডাকাডাকি ও গো তোতাপাখি,
অচেতন তুমি নও—
কথা কেন নহি কও!
তব আগমন শুনেছি টিভির
খবরের মাঝখানে,
কত মানুষের কত আশা তুমি
রেখে যাও সব প্রাণে!
ও হে সিবিআই গটাপ ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে,
নষ্ট দিনের চপলতা-মাঝে
স্থির হয়ে তুমি রও।
সিবিআই, তুমি গোপনে হৃদয়ে
কথা কও, কথা কও।
কথা কও, কথা কও।
সারদা ডাইরি পাওনি যদিও,
বাকি সব তুলে লও—
কথা কও, কথা কও।
তুমি আইনের পাতায় পাতায়
অদৃশ্য লিপি দিয়া
রাক্ষসীটির কাহিনী লিখিও
মজ্জায় মিশাইয়া।
যে পাপের কথা ভুলেছে সবাই
তুমি তো সেসব কিছু ভোল নাই,
বিস্মৃত যত নীরব কাহিনী
স্তম্ভিত হয়ে বও।
ভাষা দাও তারে আদালতে এসে,
কথা কও, কথা কও।