সম্পাদক
ডক্টরস ডায়লগ
আমি শুভজিত রায়, পিতা স্বর্গীয় অরবিন্দ রায়, সিটি সেন্টার, দুর্গাপুর থেকে এই মর্মে জ্ঞাত করছি যে, আমি আমার মা শ্রীমতী অঞ্জলি রায়কে গত ২৯ শে মে H__ W__ Hospital Durgapur এ ভর্তি করাই নিউরোলজিস্ট ডাঃ উ__ শাহের তত্তাবধানে। প্রথম থেকেই কর্তৃপক্ষের মনোভাব ছিল চিকিৎসা ও সংক্রমণ সম্বন্ধে সম্পূর্ণ দায়সারা। যাই হোক মায়ের শরীর ক্রমশ চলৎশক্তিহীন হলেও ডাঃ উ__ শাহ্ ক্রমশঃ আমাকে discharge করানোর জন্য চাপ দিতে থাকেন এবং অবশেষে ১৫ই জুন আমি আমার মাকে ঘরে নিয়ে আসি। Discharge Certificate-এ লেখা ছিল ‘Patient’s condition became gradually improved’।
গত ২০শে জুন আমার মা Cardiac Arrest-এ মারা যান। ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য মাকে হাসপাতালের এম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যথারীতি হাসপাতাল ম্যানেজমেন্ট এম্বুলেন্স পরিষেবা এবং দেহ আটকে চূড়ান্ত অমানবিকতার নজির দেন।
এখন প্রশ্ন Cardiac Arrest মানে Blood-এ Oxygen-এর পরিমাণ কম যা সুস্থ মানুষের দেহে কখনই হতে পারে না। তার মানে ১৫ই জুন অসুস্থ অবস্থাতেই মাকে discharge করা হয়। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শ্রদ্ধা রেখেই বলা যায় একজন experienced neurologist কিভাবে এই রকম critical situation এ irresponsible হতে পারেন? তিনিও কারোর না কারোর সন্তান এবং প্রত্যেকেরই বিবেক বোধ সম্পন্ন হওয়া উচিৎ।
যাক আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হারিয়ে আমি অভিযোগ জানাই মহকুমাশাসক দুর্গাপুরের নিকট এবং তার ভিত্তিতে C.M.O.H. পশ্চিম বর্ধমান A.C.M.O.H. কে H__ W___ Hospital এর বিরুদ্ধে পূর্ণ তদন্তের নির্দেশ দেন। স্থানীয় বিধায়ক দুর্গাপুর এবং প্রাক্তন সাংসদ দুর্গাপুর-বর্ধমান ডা মুমতাজ সংঘমিত্রা মাননীয়া মুখ্যমন্ত্রীর নিকট আমার অভিযোগ পত্র forward করেছেন। এখন সময় ও উপযুক্ত তদন্তই এই কঠিন বাস্তব প্রশ্নের সঠিক জবাব দেবে সেই আশাতেই দিন অতিবাহিত করছি।
শুভজিত রায়
সম্পাদকীয় মন্তব্যঃ
কার্ডিয়াক এরেস্ট মানে রক্তে অক্সিজেন কমে যাওয়া নয়। কার্ডিয়াক এরেস্ট মানে হঠাত করে হার্ট চলাচল বন্ধ হয়ে যাওয়া, এমনটা সম্পূর্ণ সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে। আপনার মায়ের চিকিতসায় গাফিলতি ছিল কিনা তা নিশ্চয়ই তদন্তে প্রকাশ পাবে।