শুরুতেই বলি আমি পেটেন্ট টিভি দর্শক নই । আমার অবসর জীবনে সময় কাটানোর জন্য টেলিভিশন এখনও অন্যতম অবলম্বন নয়। টেলিভিশনের বিভিন্ন নিউজ চ্যানেলে সম্প্রচারিত লাগাতার উচ্চকিত স্বরে সংবাদ পাঠ মনের ভেতর অস্থিরতা তৈরি করে অধিকাংশ ক্ষেত্রেই। তাও পাছে সময়ের থেকে পিছিয়ে পড়ি ভেবে মাঝে মাঝে পছন্দের চ্যানেলে খবর দেখি। বেচারি সহধর্মিনী! তিনি একা একা আর কী করেন! দুপুরের ভাত ঘুমের পাট চুকিয়ে তিনিও ঘুম ঘুম ভাবে আধা আচ্ছন্ন অবস্থায় বিস্ফারিত নয়নে পরিমিত সময়ের জন্য বোকা বাক্সের কাণ্ডকারখানা দেখেন। এই সময়টাতে তাঁর একাকীত্ব ঘোচাতে আমি মাঝেমাঝে তাঁর সঙ্গী হই।
সেদিনও হয়েছিলাম। হাতে ধরা রিমোটের বাটন টিপে নির্দিষ্ট চ্যানেলের অনুষ্ঠান দেখা শুরু হতেই দেখি এক সান্ধ্য ধারাবাহিকের পর্ব চলছে। এক চিকিৎসক পরিবারের কাণ্ডকারখানা নিয়ে গল্প। বাড়ির চিকিৎসক জামাই বাবাজী এক কূচক্রী । সেই মতলব এঁটেছে তাঁর শালার বৌকে মেরে ফেলতে। তাঁর সঙ্গে সঙ্গ দিতে মাঠে নেমেছেন যিনি তিনিও চিকিৎসক। ফলতঃ বিষয়টি দাঁড়ালো এই যে, একদল চক্রান্তকারী চিকিৎসক সম্মিলিতভাবে একজনকে বিপন্ন করার ঘৃণ্য খেলায় নেমেছে। অবশ্য যাঁকে কেন্দ্র করে এই চক্রান্তের ছক তৈরি করা, পেশাগত জীবনে তিনিও একজন প্রশিক্ষিত স্বাস্থ্যসেবিকা। এমনই সব অনুষ্ঠান হয়ে উঠেছে আমাদের বিনোদনের উপকরণ। এমন সব ধারাবাহিক নাটকের নিরন্তর সম্প্রচার সমাজের বা পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও বিশ্বাসের বুনিয়াদটাকেই নড়বড়ে করে ফেলছে। এই প্রজন্মের ফ্ল্যাট গুহাবাসী শিশুরা এসব দেখছে এবং এক নেতিবাচক মনোভাব নিয়ে বেড়ে উঠছে। অথচ এদের মধ্যে অনেকেই হয়তো চিকিৎসক হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়।
শুধু ওই একটা ধারাবাহিকেই এমনটা ঘটেছে তা নিশ্চয়ই নয়। আমার নজরে না পড়লেও অন্যান্য ধারাবাহিকের ক্ষেত্রেও যে এমনটা ঘটেনি বা ঘটছে না তা কে বলবে? কেবলমাত্র ধারাবাহিকের টি আর পি বাড়াতে গিয়ে কাহিনীর বিন্যাসে এমন মোচড় দেওয়া হচ্ছে যে তাতে বাস্তবতার ছোঁয়া নেই। এইসব কল্পকাহিনীর প্রভাবে পারিবারিক এবং সামাজিক ভাঙনের সুর আরও জোরালো হয়ে উঠছে, বিশ্বাসের বেড়া ভাঙছে রাতারাতি। আর এসবের মাঝে সমাজের বন্ধনহীন কঙ্কালসার অবয়বটা খসে পড়ছে প্রতিনিয়ত। ব্যক্তি মানুষের অসম্পূর্ণতাকে ছাপিয়ে বড়ো হয়ে উঠছে বৃত্তি বা পেশাগত জীবনের পরিচিতি, আর তাতেই ছিঃ ছিঃ করছি আমরা।
এই সময়ের সমাজে সব কিছুকেই মোটা দাগের কতগুলো সম্পর্কের মাপকাঠিতে মেপে নেওয়ার চল হয়েছে। মনে রাখতে হবে যে এমন বদলের পেছনে আমার আপনার আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। চিকিৎসক সমাজের ওপর এমন কালো দাগ টেনে দেবার পেছনেও হয়তো রয়েছে কোনো স্বার্থান্বেষী মানুষের চিকিৎসক হয়ে ওঠার নেতিবাচক মনোভঙ্গি। একগোছা ফুলের মধ্যে একটা দুটো শুকনো ফুল হয়তো থাকে,তা বলে সব ফুল খারাপ! এমন সিদ্ধান্ত মেনে নিতে মন সায় দেয় না। ভালো আর মন্দ দুই নিয়েই আমাদের জীবন যাপন। এখন থেকে ভালোটুকুকেই বেছে নেবার উদারতা বিচার বোধ নিয়েই না হয় আমরা পথ পাড়ি দিই।
বাসন্তী পঞ্চমী
ফেব্রুয়ারি ২,২০২৫.
সমাজের সামাজিক কাঠামোয় যেইসব পেশাজীবী দের স্থান অনেক টা উপরে, সেখানে এইসব চিত্রায়ন সত্যি ই খুব চিন্তা র বিষয়। সাধারণ দাগী অপরাধী দের মতো তাদের ক্রিয়া কলাপ মনকে ব্যথিত ও বিভ্রান্ত করে তুলছে। লেখক ঠিক বিষয়েই দিকপাত করেছেন । লেখক পত্নী র করুণ অবস্থাটিও উপলব্ধি করতে পাচ্ছি। এই সব দেখে সময় কাটাতে হচ্ছে।
ধন্যবাদ শর্মিষ্ঠা দেবীকে। আসলে যাঁরা যত ওপরে থাকেন তাঁদের আসন ততো টলমল করে নিয়ত। সমাজের রোল মডেল হিসেবে তাঁরা মান্যতা পান। এই কারণেই তাঁদের স্খলন সমাজকে নিয়ত বিপন্ন করে। এমন নেতি ভাবনার ক্ষেত্রটিকে চিহ্নিত করে তা নির্মূলের সমবেত প্রয়াস করতে হবে।
লেখক পত্নী বিলকুল বিন্দাস আছেন।
Khub sotti bolechen dada… Doctor der somajer chokhe durbritto proman korte uthe pore legeche ekdol manush…
এটাই ট্র্যাজেডি। সমালোচনার সুযোগ করে দিলে মানুষ চিৎকার করবেই।
ছাই ভষ্ম রম রম করে চলছে। মানে দর্শক আছে। এখান থেকেই বলা যায় জাতির সার্বিক শিক্ষার খামতি বাড়ছে।
আগে কিন্তু সাহিত্য ধর্মী সিরিয়াল বাজারে চলত।
মতামতের জন্য ধন্যবাদ। আমার আপত্তি সিরিয়াল নিয়ে নয় , আপত্তি সিরিয়ালে চিকিৎসকদের হীন চরিত্রায়ন নিয়ে। চিকিৎসকদের এভাবে চিত্রায়িত করা হলে মানুষের কাছে গভীর নেতিবাচক বার্তা যায়। মতামতের জন্য ধন্যবাদ।
Perfect. Actually these cheap television programmes are written and directed by brainless creatures and thats why apart from the aspect you have highlighted we can find that even simple things are shown wrong- i saw recently where a saline line is put in the reverse direction in a TV show. All bull@@@t around.
Thanks for your angry comments. Being a member of this noble fraternity this anger is quite natural. We should nurture positive attitude in every aspect of our life.