দুর্দান্ত বললেন চিকিৎসকরা। মহামারী যে ভয়াবহ অবস্হার সৃষ্টি করেছে তা চটজলদি সমাধান কারওর পক্ষে সম্ভব নয়। কিন্তু গত বছর মার্চ থেকে এবছর এপ্রিল, এক বছর সময় তো আমরা পেয়েছিলাম, কী করেছি?
আমাদের স্বাস্হ্যের অধিকার, বেড, অক্সিজেন, ওষুধ, ভেন্টিলেটর, টিকা, এসবের জন্য কোনও দাবি করেছি?
নাহ। শুধু রাজনৈতিক দোষারোপ, সোশ্যাল মিডিয়ায় চটুল জোকস, সমালোচনা করেছি আর মাস্ক পরা, ভিড় না করার সিদ্ধান্ত সম্পূর্ণ উড়িয়ে দিয়ে লা ফু পার্টি করেছি।
এমনই চলবে যদি রাতারাতি নিজেদের না বদলাই। নিজেদের স্বাস্হ্যের অধিকার নিয়ে না চেঁচাই। যারা বলছিলেন করোনা ডাক্তারদের চক্রান্ত, এখন কী বলবেন?
আসুন, বদলাতে হবেনা। যেমন গয়ং গচ্ছ চলছে , চলুক। আমরা মরি। এবং কোভিড কিন্তু ফিরে ফিরে আসবে এভাবেই ২০২২, ২০২৩…
শুনুন দরকারি আলোচনাটি ডাঃ পুণ্যব্রত গুণ, ডাঃ কৌশিক লাহিড়ী এবং ডাঃ অর্জুন দাশগুপ্তর মুখে।
চ্যানেলের লিঙ্ক দিলাম। সাবস্ক্রাইব করুন ও শুনুন।