করোনার পাশাপাশি নন কোভিড রোগীদের চিকিৎসা কিভাবে হতে পারে তা খতিয়ে দেখার জন্য এক্সপার্ট কমিটি আসার কথা ছিল আজ। গত শুক্রবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্য সচিব, DHS এবং DME এর উপস্থিতিতে যে আট সদস্যের এক্সপার্ট কমিটি গঠিত হয়, তা আজ তিন দিন পরেও আসে তো নিই, এমনকি তার নোটিশ বা সদস্যদের অফিসিয়ালি জানানো হয় নি।
আমাদের মনে হচ্ছে, শুধুমাত্র মেডিকেল কলেজকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই সূত্র ধরে সামগ্রিক ভাবে সরকারি স্বাস্থ্যনীতির ও করোনা মোকাবিলার যথাযথ পরিকল্পনার ত্রুটি গুলো আমরা সামনে আনার চেষ্টা করায় হয়তো আমাদের গলার স্বরকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
কিন্তু এখনো আমরা বলছি, আমরা, জুনিয়র ডাক্তাররা, কিন্তু এই ত্রুটি সামলে কিভাবে যথাযথ স্বাস্থ্য নীতি ও করোনা মোকাবিলার মডেল বানানো যায়, সে বিষয়ে সরকারকে সাহায্যই করতে চাইছি।
কিন্তু, এর বদলে যা করা হচ্ছে তা কিন্তু এই ইঙ্গিতই দেয় যে সব ধামাচাপা দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দমিয়ে দিতে চাওয়া হচ্ছে।
কিন্তু রোগীস্বার্থে, জনস্বাস্থ্যের স্বার্থে, স্বাস্থ্যশিক্ষার দাবিতে আমাদের আন্দোলন কিন্তু চলবেই, আমরা পিছু হটব না।
#UnlockMCK
#InclusiveNOTExclusive
#DoctorsForPeople