শুরু হয়েছিল প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে, নবান্ন সভাঘরে একটি সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ধমক দিয়ে। এবার চলছে কলকাতা ছাড়িয়ে, বিভিন্ন শহরের সাধারণ নাগরিকদের প্রতিবাদের সভা-সমিতিকে বন্ধ করে দিতে প্রসাশনের দাপাদাপি আর শাসক রাজনৈতিক দলের হুমকি। কল্যানী, কোন্ননগরের সভা বাতিল করে দেওয়া দিয়ে ব্যাপকতর হুমকির মহড়া শুরু হয়েছে।
আমরাও সতর্ক ও সচেতন। আন্দোলন থেমে নেই, থামবে না।
পরবর্তী অবস্থান কর্মসূচী সম্ভবত নবান্নের দোরগোড়ায় হবে
হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীদের ভাতে মেরে এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ তছনছ করে ন্যূনতম লজ্জা নেই এসএসসি এবং সরকারের। প্রতিশ্রুতির নাটকের পর আমরা দেখলাম প্ল্যান এ