প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে পারলে খুবই ভালো ব্যাপার। ইদানীং অবশ্য কেউ আর অতখানি আশা করে না। পাব্লিক মোটামুটি ধরেই নিয়েছে, যে, প্রতিশ্রুতি দেওয়া হয় রাখার দায়িত্ব নিতে হবে না সেই ভরসাতেই।
কিন্তু সে তো গেল সাধারণ আর পাঁচটা দলের রীতিনীতি রকমসকম। আমাদের এখানে আলাদাই ব্যাপার। যাকে বলে – বেঙ্গল মিনস বিজনেস।
এখানে, আগে কাজ করে দেখিয়ে তারপর সেই কাজের প্রতিশ্রুতি দিয়ে দল খোলা হয়।
বাহুতে নবীন বল, দুয়ারে নতুন দল।
মহাশ্মশানে আর কী কী যে ঘটা বাকি…