যেখানে দেখিবে চোর… দেখিবে পশ্চাতে ওর
ঠিকঠাক আছে কি না লজ্জাবস্ত্রখানি।
নাকি ঘোমটা দিতে গিয়ে… উন্মুক্ত হয়েছে ইয়ে
চোর রাণী ছুঁড়ে দিচ্ছে ভাতা-র আট আনি।
যেখানে দেখিবে চোর… সেখানেই তোলো শোর
সগর্জনে বলে ওঠো… দূর হ চোরিণী!
লজ্জাহীনা ধিক ধিক… পুলিশ পাঠাবে ঠিক
লাথি লাঠি মেরে বলবে কিছু তো করিনি।
ধর্মে দেবে সুড়সুড়ি জগন্নাথ ধাম চুরি
মাথায় হিজাব দিয়ে খাসা অভিনয়
এই সবই ভোটবাজি… কাজে কর্মে খাঁটি নাজি
তুই কি ভুলিয়া যাবি? না না, কভি নয়।
চুরি নহে। ডাকাতিও। রাক্ষসীকে ঘৃণা দিও।
প্রয়োজনে খুনও করে রাষ্ট্রের মদতে।
যেখানেই ওই চোর… ঘৃণা ঢেলে ফিবি তোর
টালি ঘরে এসি ঘুম যাইবে বিপথে।
যেখানে দেখিবে চোর… উড়াইয়া দিবি ওর
সুচতুর ছলভরা ইন্ডোর ভাষণ
তুইই তোর রক্ষাকর্তা পিটিয়ে বানাবি ভর্তা
ফিরিলে ফিরিতে পারে স্বপ্প-সুশাসন।
★










