আজ বিজয় মিছিলের দিন।
আজ ধর্ম জিতে গেছে।
কুঁকড়ে থাকা যুক্তি তক্কো গল্প তুলে রেখেছি অশিক্ষার কুলুঙ্গিতে।
পড়ে আছে শুধু লিঙ্গ আর ধর্ম।
জয় হো।
এই সীমানায় বাঁধা আকাশ
সমুদ্র আর আমার অধিকারে থাকা কর্ষিত মাটি।
এই টুকুই আমার পৃথিবী।
এর বাইরে সব
বিধর্মী
সব ধ্বংস….
আমার পৃথিবী।