দীর্ঘ আলাপ আলোচনার পর, অতীত অভিজ্ঞতার নিরিখে আজকের গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত গৃহীত হল:- ১. পূজোর সময় কোনো বাঁদরের উত্তরপুরুষ যদি গায়ে বাজি ছোড়ে তাহলে তার পশ্চাদ্দেশে কামড় বসানো হবে। ২. আদালতের নিয়ম ভেঙে জোরে জোরে সারা রাত সাউণ্ড-বক্স বাজিয়ে মামদোবাজি করলে বক্সে মূত্র বিসর্জন করা হবে। মনে করিয়ে দেওয়া হবে যে পৃথিবীটা শুধু তাদের বাপ-ঠাকুরদার নয়, আমাদের বাপ-ঠাকুরদারও বটে।
সৌজন্যে: Shiv Kar