“Unconditional Love” বলে কিছু হয় না… আমার খুব পছন্দের একজন Psychoanalyst সালমান আখতার একটা speech এ বলেছিলেন, “unconditional love is only received by an infant in first few months of its life from the mother, only if the infant is lucky enough “…. কথাটা ভীষণ মনে ধরেছিলো…. ভালোবাসা নিঃশর্ত নয়, আর সম্পর্ক তো নয়-ই… সম্পর্ক বরং ভীষণ fragile আর ভীষণ জীবন্ত…. যে কোনো জীবন্ত জিনিসকে বাঁচিয়ে রাখতে effort লাগে, care লাগে, attention লাগে…. যদি একটা সুন্দর চারা গাছকে বাড়িতে নিয়ে এসে ভুলে যান… যদি খেয়াল না করেন যে গাছটার পাতার রঙ বদলে যাচ্ছে, পাতা ঝড়ে পড়ছে….. হঠাৎ একদিন আবিষ্কার করবেন যে গাছটা মৃত…. আবিষ্কারটা হঠাৎ করে হলেও এই প্রক্রিয়া শুরু হয়েছে অনেকদিন আগেই… আপনি খেয়াল করেন নি….
এই খেয়াল করাটা জরুরী, attentive হওয়াটা জরুরী…. ছোটো ছোটো দূরত্ব, ছোটো ছোটো অভিমান কোনো একদিন জমতে জমতে পাহাড় হয়ে যায়…. সে পাহাড় আর অতিক্রম করা যায়না…. হঠাৎ আমরা আবিষ্কার করি যে বড়ো বেশি ধুলো জমে গেছে, বড়ো বেশি দূরে চলে গেছি….!!
পারলে চারাগাছের মতোই সম্পর্কের যত্ন নিন, কারণ unconditional love বলে কিছু হয় না, কোনো সম্পর্ক ভাঙ্গনের উর্দ্ধে নয়, যে সম্পর্ক-ই হোক, যতদিনের সম্পর্ক-ই হোক…..