ভীনেশ তুমি বিনাশ করলে ব্রিজ-শিবিরের হামলা
খেলার কোর্টে জিতেই ছাড়লে না হওয়া সেই মামলা।
পনেরো টাকায় বেচছে যারা নিজের বিবেক মন
মেডেলের দাম বুঝতে তাদের ফুরোবে জীবন।
শাসক এথন ঢোঁক গিলবে, সসঙ্কোচে একসা
কোথায় যাবে বিষাক্ত সব আইটি সেলের কুৎসা!
নামবে এবার খেলার মাঠে শাসক দেখনদার
চাইবে হতে তোমার সফলতার ভাগীদার।
ডাকবে তোমায় দেঁতো হাসির মেকী সান্ধ্যভোজে
পিঠ চাপড়ানি বাতেল্লাতে বকবে আজেবাজে।
তোমার কাঁধে রাখে যদি অভিনয়ের হাত
জানবে সেটাও ব্রিজভূষণের আরেক ধূর্ত হাত।
শুনো শুধু আত্মকথা, নিজের মন কি বাত
জয়ের পরের জয়ের গল্পে পেরিয়ে যাবে রাত।
সেদিন যারা হাত ছুঁড়েছি নিষ্ফল আক্রোশে
লড়েই যাবো তোমার সাথে তোমার আশেপাশে।