শহীদ হল আরো একজন সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক সুবর্ণ গায়েন, পাথর কারখানা থেকে কাজ করে ফিরে আসার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে। আজ (৩রা ফেব্রুয়া) বিকেল ৪টের সময় তীব্র শ্বাস কষ্ট নিয়ে মারা যায় উত্তর 24 পরগনার রাজবাড়ি অঞ্চলের সিলিকোসিস আক্রান্ত শ্রমিক সুবর্ণ গায়েন। পাথর কারখানা মালিকের অতি মুনাফার লোভ এবং আমাদের উদাসীনতা এই গণ হত্যার জন্য দায়ী। আমাদের শহর, বাড়ি বিলাসিতা গড়ে উঠেছে এই শ্রমিকদের লাশের উপর। এই হত্যার দায় আমরা কি এড়িয়ে যেতে পারি ?
সারা ভারতে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে কমপক্ষে অন্তত 3 কোটি শ্রমিক সিলিকোসিসে আক্রান্ত, অথচ কোন শ্রমিক সংগঠনের কোন গুরুত্বপূর্ণ গণআন্দোলন নেই এই রোগ নিয়ে।
কেন ?
SASSC (সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটি)
এই বিষয়ে খুব অল্প সংখ্যক মানুষ জানেন। আরও অনেক বেশি মানুষ কে জানাতে হবে।