ইউক্রেনের পেডিয়াট্রিক আইসিইউ। বালির বস্তা দিয়ে গুলি আটকাবার চেষ্টা। যে কোনো বিপর্যয় আসুক, স্বাস্থ্যকর্মীরা তাঁদের রোগীদের ছেড়ে যাবেন না। বারুদের গন্ধ, বোমারু বিমানের উড়ে যাওয়া, হঠাৎ বেজে ওঠা সাইরেন, তার মধ্যেও ওঁরা কাজ করছেন।
কলকাতায় AMRI হাসপাতালে যখন আগুন লেগেছিল আমরা তাই দেখেছিলাম। ‘বহিরাগত’ কেরালিয়ান নার্স ভিনিতা পি কে আর রেমিয়া রাজাপ্পান সেই রাতে নিজেদের জীবন দিয়ে রুগীদের বাঁচিয়েছিলেন। কোভিডের সময় সারা বিশ্বে আমরা তাই দেখেছিলাম।
রাশিয়া- ইউক্রেন- ভারত- পাকিস্থান যুদ্ধ যেখানেই হোক ক্ষতি আমাদের মতো সাধারণ লোকের।