কাজহীন এসময়ে কমাবে কি কাজ ফের ছুটিতেই?
আমরা চিকিৎসক, লালদাগ তারিখেও ছুটি নেই।
সম্মান দেবে যদি তবে ওর বিপরীতে যাও না,
কাজ করে গোটাদিন, আমফানে দান করো পাওনা।
লক এক দুই করে কত মাস কত লোক কাজহীন
রুটি নেই যার ঘরে তার কাছে সব ছুটি সাজহীন।
এতদিন ঝাঁপ ফেলে সবে চালু হলো বহু দপ্তর,
ওইদিনে বেশি কাজ, হোক না পালন সেই শর্ত’র।
করোনার ভয় ধরে তালা সব স্কুল আর কলেজে,
ও নিয়ম খাটে না যে পাঠক্রম ডাক্তারী হলে যে।
ইন্টার্নশিপ থেকে ছুটি মোছে সব রোজনামচায়,
বরং ওসব দিনে খাটনিতে আরো বেশি ঘাম যায়।
কাজ ছেড়ে ছুটি দিলে সম্মান বলে সেটা মানি না
পয়লা জুলাই কোন ডাক্তার ছুটি নেয় জানি না।
আমাদের আবেদন, এইদিন বেশি আরো কাজ হোক
যা কিছু বেতন তার, ত্রাণকাজে দিয়ে দিক সব লোক।
সম্মান কাজে দিন, রদ করে এরকম ছুটি অনাবশ্যক।
ছবি সৌজন্যে: দীপালি বসু