April 9, 2025
দুষ্টের পালন ও শিষ্টের দমন হয়ে গেছে এই রাজ্যের বর্তমান সরকারের নীতি।
স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে লাগামহীন দুর্নীতি ও লুটপাট আজ এই দুইটি বিষয় সাধারণ নিরাপরাধ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
অভয়ার ন্যায় বিচারের দাবীতে আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসক ও সংগ্রামী সাথীদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে।
আজ, আন্দোলনরত যোগ্য হাজার হাজার শিক্ষকদের যাদের চাকরি চলে গেছে এস এস সি র সীমাহীন দুর্নীতির কারণে যার দায় রাজ্য সরকার কোনোও মতেই এড়িয়ে যেতে পারে না। কুযুক্তির মায়াজাল ও কুম্ভিরাশ্রু দিয়ে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে, সুবিচারের দাবীতে তাদের আন্দোলনে পুলিশের বর্বরোচিত নির্যাতনের তীব্র প্রতিবাদ করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)।
আমরা মনে করি রাজ্যের প্রতিটি সুস্থ ও গনতন্ত্র সচেতন মানুষের এই অমানবিক আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ও যোগ্য শিক্ষকরা যাতে অবিলম্বে তাদের হারানো চাকরি সসম্মানে ফেরত পায় তার জন্য গনআন্দোলনে শামিল হওয়া উচিত।
“অন্যায়ের বিরুদ্ধে যে যেখানে লড়ে যায়, আমাদেরই লড়া”
West Bengal Doctors Forum in solidarity with all the non tainted teachers who have been affected due to the utter failure and corruption by the SSC, Education Department and the State Government.