ধর্মাবতার, চমৎকার!
রেট বেঁধেছেন বেশ এবার,
খুন হলে দশ, ধর্ষণে সাত,
মেয়ের বাবা মা’র খুললো বরাত,
গণ হলে প্রমাণিত,
কয়েক লাখ কি বেশি দিতো..
ভাবুন দেখি, এখন থেকে ,মেয়ের বাবা মা প্রত্যেকে
জানবে যে ঠিক মিলবে কত
আত্মজা খুন-ধর্ষণে,
আহা, কত্ত ঘরের হিল্লে হবে এই লটারির বর্ষণে ।
ধর্মাবতার, চমৎকার!
কন্যা কোন এক কেরালার,
প্রেমিককে তার খুন করেছে,
পুলিশ খুঁজে ঠিক ধরেছে, বিরলতম, হয়নি আর..
তাই আদালত দেননি ছাড়,
সিধে ফাঁসির দেন বিধান,
আহা, থাক বেঁচে থাক সংবিধান,
প্রেমিককে বিষ বিরলতম,
ইতিহাসে এই প্রথমও,
ডিউটি-রতার খুন-ধর্ষণ মোটেই বিরল নয়,
চক্ষু বুজে বল রে সবাই,
জয় আইনের জয়!
ধর্মাবতার, চমৎকার!
মেয়ের খুনীকে দিলেন ছাড়,
এমন লোকের বাঁচাই উচিৎ, চাইছে তবে দেশ আমার,
জেলের ভেতর থাকবে তোফা,
বছর ঘুরেই হবে রফা,
কমাও সাজা, কমাও সাজা
ভুলেই গেছে উল্টে খেতে ও মাছভাজা
চাইলে পরে নির্বাচনেও দাঁড়াবে নিশ্চিত,
ভোটার লোটা’র কল চালালে হতেও পারে জিত।
ধর্মাবতার, চমৎকার !
একেই বলে ন্যায়বিচার!
রাজ্যবাসী পেলো দারুণ ক্ষোভে ফাটার পুরস্কার।
অন্ধ অনড় রাষ্ট্রতে,
ভরসা ছিলো লাস্ট স্ট্র’তে
বুঝিয়ে দিলেন, দ্রোহই ভিলেন,
আদতে ল’ কার পাশে..
শোক এখানে জোক বনে যায়, খুনী জিতে ওই হাসে।
বেশ তবে রেট করুন ঠিক,
আইন এবার বাতলে দিক..
শ্লীলতাহানি’র রেট কত?
এমনি হলে রেপ , কত?
গ্যাংরেপে রেট বাড়বে কি?
টাঙান প্রাইস চার্ট দেখি,
জনপ্রতি ক’ লক্ষ?
পয়সা দেওয়াই তো লক্ষ্য, কেনাবেচাই হোক তবে,
জানিও না তো কই কবে,
আমার ঘরের আর একটা মেয়ে অমনভাবেই শব হবে,
থাকবো তখন নির্বিকার,
বুঝবো দ্রোহ সব বেকার,
রেটিং চার্টে হিসেব করে চাইবো বরং হক আমার।
চমৎকার, চমৎকার! ধর্মাবতার, চমৎকার!