আজ 21 শে মার্চ।
26 বছর আগে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা চেঙ্গাইল বেলতলায় এক স্বাস্থ্য কর্মসূচীর আরম্ভ করেছিলেন কানোরিয়া জুটমিলের শ্রমিকরা। শ্রমিকদের নবনির্মিত সংগ্রামী শ্রমিক ইউনিয়নের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডা শত্রাজিৎ দাশগুপ্ত, মহাশ্বেতা দেবী সহ আরো অনেকে।
21 শে মার্চ 1995 চেঙ্গাইল বেলতলায় একটি পরিত্যক্ত মুরগির চালায় কাজ শুরু করেছিলাম আমি জনা দশেক স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীকে নিয়ে। আজ শ্রমিক-কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রের 26 বছর পূর্ণ হল।
ইতিমধ্যে এই স্বাস্থ্যকেন্দ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও চিকিৎসা কর্মীর সংখ্যা এখন 19, স্বাস্থ্য কর্মীর সংখ্যা 25।
যুক্তিসঙ্গতভাবে চিকিৎসা করলে কিভাবে চিকিৎসার খরচ কমানো যায় তার এক মডেল এই স্বাস্থ্য কেন্দ্র।
এই স্বাস্থ্য কেন্দ্রের অনুসরণে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে আরো সাতটি মডেল স্বাস্থ্য কেন্দ্র।
সবার জন্য স্বাস্থ্যের দাবিকে সোচ্চার করার হাতিয়ার এই স্বাস্থ্যকেন্দ্রগুলি।
আরো বেশ কয়েকটা বছর পিছিয়ে যাব।
1977 এর 21 শে মার্চ। দেশের অভ্যন্তরীণ জরুরি অবস্থা শেষ হয়ে লোকসভা নির্বাচন হয়েছে, ইন্দিরা কংগ্রেস পরাস্ত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে স্কুলে কলেজে, কলে কারখানায়, মাঠে খনিতে গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হচ্ছিলেন নতুন নতুন সংগঠনে।
মেডিকেল কলেজে সমস্ত গণতন্ত্র প্রিয় ছাত্র ছাত্রী গড়ে তুলেছিলেন এক স্বাধীন ছাত্র সংগঠন– মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন। আজ সেই সংগঠনের 44 বছর পূর্ণ হল।
আমাদের ‘গণতন্ত্র, ঐক্য, প্রগতি’-র পথে এগিয়ে চলতে শিখিয়েছে এমসিডিএসএ। মুক্তিকামী মানুষের পাশে থাকার শিক্ষা দিয়েছে এই সংগঠন।
21 শে মার্চ আমাদের কাছে খুবই মূল্যবান একটা দিন, ভুলবার নয়।
এগিয়ে চলার গল্প
কুর্ণিশ জানাই এ উদ্যোগকে! যদিও হয়তো সেটা বাতুলতা। একটি সংগঠন তৈরি করা এক কথা। আর দিন, মাস, বছর ঘুরে ২৬ বছর ধরে প্রাণবন্ত রাখা, বৃদ্ধি করা, আরেক ইতিহাস।
সে ইতিহাসের স্রষ্টা ও কারিগরদের সময় মনে রাখবে।