সাতচল্লিশ। সংখ্যা সুখের, দেশ স্বাধীনের সাল।
সাতচল্লিশ। শঙ্কা বুকের, কুমীর ভরা খাল।
শতাংশে আজ ওটাই হিসেব পাঁচশো তেতাল্লিশে,
অপরাধের কালি আছে যাদের সাথে মিশে।
আইন যারা বানান তাঁদের আইন যদি খোঁজে
তদন্তদল স্বভাবতই কানে তুলো গোঁজে।
চাকরি চলে যাদের কৃপায়, যদি বা হন দোষী,
প্রমাণ তখন ঘরের খেয়ে তাড়ায় বনের মোষই।
ভোটের অভাব হয়না এখন বাধ্য জনস্রোতে
তুচ্ছ খবর গুচ্ছ খেলেন কজন ভিডিওতে।
পতাকা ঠিক থাকলে পরে মাফ হয়ে যায় খুনও
‘চলছে বিচার হয়নি প্রমাণ’ এই অজুহাত শুনো।
গরীব দেশের সংসদে আজ সবাই কোটিপতি,
ব্ল্যাকমানি স্কিম স্ক্যাম কেন হয় সহজ সরল অতি।
গডসে-কে গড বলার মানুষজনকে যখন স্থান দি
অচল হাজার নোটের মতন মূল্য হারান গান্ধী।
ধর্ষণে আজ প্রথম এ দেশ, লক্ষণ নেই থামবার
ধর্ষকদের স্পিডডায়ালে থাকে নেতার নাম্বার।
নারীর তুমুল অসম্মানেও যে লোক জয়ী প্রার্থী
কেমনভাবে শুনতে পাবে ধ্বস্ত শিশুর আর্তি?
খুন ধর্ষণ দাঙ্গাতে যার নাম উঠেছে মামলায়
সংসদে সেই মানুষ যদি দেশের কপাল সামলায়
তাহলে আর দোষ কি আইন অধঃপাতে গেলে,
অন্ধ রঙের সমর্থনে অন্ধকারই মেলে।
শতাংশতে সাতচল্লিশ, আঁধার বেড়ে চলে,
তোমরা তবু আটকে আছো ধর্মকোলাহলে।
অপেক্ষা কি করছো কবে একশো হবে বলে?