Faizabad-এর জীবন: Medical Battalion
Faizabad-এর বুড়ি ছুঁয়ে ছুটিতে এসে প্রথম কাজ হল desertation complete করা। আমার জাঠতুতো দাদা type-এ সাহায্য করেছিল। Completed desertation Dr. Lal-এর এক trainee, Dr. Bhat-এর কাছে পাঠালাম। উনি Professor-এর sign করিয়ে Gujrat University-তে জমা করেন। এই ভাবে MD Part I complete হল। এবার পড়াশুনা করে final exam-এর জন্য তৈরী হওয়া।
Faizabad Medical Battalion- এ join করার পর আমার দায়িত্ব হল training officer-এর। Join করার পর Commanding Officer Col. Sinha Roy আমাকে বুঝিয়ে দিলেন—Corps Medical Battalion-এর কাজ হল battalion-কে training দিয়ে তৈরী করা। খুবই দায়িত্বপূর্ণ কাজ। উনি আমার family-কে settled হতে সাহায্য করলেন। ওনার accomodation-এর কাছে একটা বিরাট বাংলো খালি ছিল। কোন অফিসারই ওখানে থাকতে চাইতো না। Security-র অভাব। আমাকে থাকতে দিল। Unit থেকে security-র বন্দোবস্ত হল।
Corps Medical Battalion-এ তিনটে company ছিল, A, B, C–এক একজন Major company–এর commander হতেন। তাঁর under-এ কোম্পানীর কাজকর্ম চলত ছুটি থেকে মাহিনা পর্যন্ত। Head Quarter-এ Commanding Officer supervise করতেন, policy matter নির্ধারিত করতেন। Training হত training officer-এর under-এ, Battalion-এর সকলে ও Head Quarter এর সকলে যোগদান করত।
আমি হলাম B Coy Commander। Training-এর মধ্যে physical training, weapon training, professional training আর deployment training Battalion level-এ, corps level-এ t,raining হতো Head Quarter থেকে নির্দেশ আসার পর।
Basic training-এর মধ্যে ছিল PT, uniform-এ marching ও weapon training, games, route march and night training. Once a week Commanding Officer-এর Coy-wise marching ও saluting parade.
Professional training এর মধ্যে (1) Reception of patient (2) Priority of management, (3) Emergency treatment (4) Deployment of ADS (Advance Dressing Station) (5) Loading and unloading of patient in ambulance (5) Evacuation of patient.
এর সঙ্গে থাকত Inter-Coy Competition. আমাদের Battalion Corps under-এ তিনটি division-এর মধ্যে best training battalion-এর মর্যাদা পেয়েছিল।
বছরে একবার মাসখানেকের জন্য Corps-এর সঙ্গে battalion-কে training যেতে হত। এই সকলের মধ্যে MD examination-এর জন্য preparation এর সুযোগ পেতাম না। মানসিকতাও ছিল না।
এছাড়াও officer-দের সঙ্গে social call রাখতে হত। বিভিন্ন occasion-এ officers’ mess-এ party হত। এমনি করে বছর ঘুরে গেল। হঠাৎ আমার transfer হল।
Station-এ Military Hospital-এ Commanding Officer-এর পদ খালি হল। ছোট হাসপাতাল। CO ছাড়া একজন lady doctor ও একজন male doctor থাকত। কোন specialist ছিল না। তবে CO এর accommodation ছিল hospital-এর মধ্যেই। এখানে আমার Posting হল। আমাকে পুরোনো accomodation ছেড়ে নতুন quarter-এ চলে আসতে হল।











