সরকার বলেছিল,
রাবার বুলেট নন-লিথাল।
ব্যথা লাগে, কখনও বেশি ব্যথাই হয় তো বা।
একেবারে মেরে ফেলে না
ছাত্র বিশ্বাস করেছিল।
সরকারি ট্রেনিং শিখিয়েছিল,
রাবার বুলেট নন-লিথাল।
ওতে ঝামেলা নির্মূল হয়। প্রাণ নির্মূল হয় না।
সরকারের বয়ান
ট্রিগারে আঙুল রাখা পুলিশটি বিশ্বাস করেছিল।
আপ্তবাক্যে বিশ্বাস রাখা দীর্ঘশ্বাস
আকাশ আবৃত করতে করতে বলে গেল,
সরকারকে বিশ্বাস কোরো না।
না, কোনও সরকারকেই না।










