এএইচএসডি,পশ্চিমবঙ্গের পক্ষে এক প্রতিনিধি দল ২৮.০৫.২৪ অতি গুরুত্বপূর্ণ কিছু দাবি নিয়ে স্বাস্থ্য সচিব, ডিএমই ও ডিএইচএসকে ডেপুটেশন দেয় ….
১. এমইএস-এ প্রমোশন: জানিয়েছেন লিস্ট রেডি, নির্বাচনী বিধির মেয়াদ শেষ হলে বেরোবে। আমরা দাবি জানিয়েছি প্রোমোশনের সঙ্গে বদলি ট্যাগ না করতে। কারণ বদলির আতঙ্কে এক বড় সংখ্যক উপযুক্ত শিক্ষক ইন্টারভিউ দিচ্ছেন না। ফলে বহু সিনিয়র শিক্ষক চিকিৎসক পোস্ট খালি পড়ে থাকছে। নতুন পুরোনো সব মেডিক্যাল কলেজেই সিনিয়র শিক্ষক চিকিৎসকের ব্যাপক অভাব দেখা যাচ্ছে এবং লেখাপড়ায় ব্যাপক প্রভাব পড়ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। প্রমোশনের ইন্টারভিউ যাঁরা দিয়েছেন তাঁদের কেউ কেউ লিস্ট তৈরির ট্যাবুলেসনে থাকছেন বলে অভিযোগ আসছে। সেই বিষয়ে আমরা ডিএমইকে অবিহিত করি ও সত্যতা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
২. বদলি: স্বজনপোষণ ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে মেডিক্যাল এডুকেশন সার্ভিস, হেলথ সার্ভিস, স্বাস্থ্য প্রশাসনিক সার্ভিসে বদলি নীতি অনুযায়ী বদলির দাবি আবারো জোরালো ভাবে জানানো হয়। প্রান্তিক, প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন পোস্টিং থাকা চিকিৎসক, এমনকি যাঁরা ব্যক্তিগত স্বাস্থ্য অন্যান্য কারণে, দীর্ঘদিন বদলির আবেদন করেছেন তাঁদের আবেদন বিবেচিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। নির্বাচনের পর দ্রুত ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
৩. ডাঃ সত্যজিৎ চক্রবর্তী, ডাঃ পান্থ দাশগুপ্ত ও ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিকের অবসর পরবর্তী বেনিফিট পাওয়ার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন জানিয়েছেন।
৪. টেলি এভিডেন্স: চিকিৎসকদের জন্যে টেলি এভিডেন্সের ব্যবস্থার দাবি মেনে নিয়েছেন। উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনেরালের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন
৫. মেন্টর অফ মেডিক্যাল কলেজ : সাম্প্রতিক স্বাস্থ্য দপ্তরের আদেশনামায় আমাদের আপত্তির কথা জানানো হয়। এনএমসির সুপারিশের বাইরে এই আদেশনামা মেডিক্যাল কলেজ গুলোর স্বাধিকারের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বলেই আমরা মনে করি। ডিএমই জানিয়েছেন ছাত্রছাত্রীদের বিষয়ে নয়, মূলত স্থানীয় প্রশাসনের সঙ্গে ওনারা লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করবেন। দ্রুত এই মর্মে সংশোধনী বার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
৬. পিজি হাসপাতালের হেরিটেজ বিল্ডিঙে সাধারণ প্রশাসনের সংগঠনের অফিস: হেরিটেজ বিল্ডিং এভাবে কোনো সংগঠনের অফিসের জন্যে বরাদ্দ করার তীব্র প্রতিবাদ জানানো হয়। স্বাস্থ্য সচিব জানিয়েছেন সেন্ট্রাল ও স্টেটের সমস্ত সিভিল সার্ভিসের অফিসারদের (আইএএস, আইএফএস, আইএফএস,আইপিএস সহ অন্যান্য সার্ভিস ) জন্যে সরকার হেস্টিংসে জমি বরাদ্দ করেছেন। সেখানেই ওনাদের অফিস হবে। এই ব্যবস্থা সাময়িক। ওই বাড়িটিকে “কোভিড মেমোরিয়াল মিউজিয়াম” করার দাবির সঙ্গে একমত হয়েছেন। বলেছেন ভালো প্রপোজাল।
৭. স্বাস্থ্য দপ্তরের তিনটে ক্যাডারে আমাদের সাংগঠনিক ওয়ার্কশপ এবং তার পরবর্তীতে আমাদের দাবিসনদের ভিত্তিতে তৈরি হওয়া ফাইল ( আমাদের সংক্ষিপ্ত নোটসিট সমেত ) দীর্ঘদিন স্বাস্থ্য ভবনে পড়ে আছে, সেটা সর্বোচ্চ প্রশাসনের কাছে পাঠানোর জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।
৮. প্রমোশনের লিস্ট বেরিয়ে যাওয়ার পর, এমইএসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পদ্ধতি চালু হবে জানিয়েছেন।
৯. হেলথ সার্ভিসে থেকে যাঁরা পিজি কোর্স করছেন তাঁদের ন্যূনতম এক বছর সিনিয়র রেসিডেন্সি করতে দেওয়ার দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। জেলা হাসপাতালের সমস্ত বিশেষজ্ঞ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিজিগনেশন দেওয়া হয়েছে তাঁদের প্রমোশনের বিষয় ভাবার জন্যে দাবি জানানো হয়েছে।
১০. প্ৰতিটি মেডিক্যাল কলেজে এনএমসির “এম এস আর” অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট পোস্টিং দেওয়ার দাবি মেনে নিয়েছেন।