কথা: স্মরণ মজুমদার
সুর: প্রচলিত
কন্ঠ: অনির্বাণ দত্ত
ওই শোন্
ভোটের বাদ্যি বাজল
আর মন্ত্রী রাজা সাজল
এই দল ওই দল কত কোন্দল
ব্রেকিং নিউজ করছে দখল।
খক্ খক্ কাশী।
খক খক কাশী
এই সময়ে
সর্বনাশের কা্রণ
ভোটের সময় এসব নিয়ে
কথা বলা বারণ
তবু গান বেঁধেছি।
গান বেঁধেছি গায়ে পড়ে
শুনবে নাকি ভাই?
আসবে রাজা যাবে রাজা
নিয়ম বলে তাই
শুধু জানল না কেউ।
শুধু জানলো না কেউ
হাসপাতালে টিবির ওষুধ নাই
কেন টিবির ওষুধ নাই?
গণ তান্ত্রিকরা এই ঝোঁকে
বুকে টিবি র মত ঢোকে
রাতে ঘামের সাথে জ্বর
তাতেই নষ্ট পাঁচ বছর
কী কারণে?
কী কারণে?
কী কারণে?
শুনবে নাকি ভাই?
আসবে রাজা যাবে রাজা
নিয়ম বলে তাই
শুধু জানল না কেউ।
শুধু জানলো না কেউ হাসপাতালে টিবির ওষুধ নাই
কেন টিবির ওষুধ নাই>
গণতন্ত্র কে খায় ঘুষ
আর টিবি খায় ফুসফুস
প্রজার গর্ব ভরা বুকে
রক্ত ছলকে ওঠে মুখে
কী কারণে?
কী কারণে?
কী কারণে?
শুনবে নাকি ভাই?
আসবে রাজা যাবে রাজা
নিয়ম বলে তাই
শুধু জানল না কেউ।
শুধু জানলো কেউ হাসপাতালে টিবির ওষুধ নাই
কেন টিবির ওষুধ নাই?
গণতন্ত্রে আর নাই রক্ষা
যাদের বুকের ভেতর যক্ষা
নখে কালির দাগ যাদের
ওষুধ মিলছে না যে তাদের
কী কারণে?
কী কারণে?
কী কারণে?
শুনবে নাকি ভাই?
আসবে রাজা যাবে রাজা
নিয়ম বলে তাই
শুধু জানল না কেউ হাসপাতালে টিবির ওষুধ নাই
কেন টিবির ওষুধ নাই?
এসব বললে ভোটে আসে টক ঝাল টক ঝাল গন্ধ
বুঝলে কেন এই সময়ে খক্ খক্ খক্ খক্
খক্ খক্ খক্ খক্
বন্ধ?
তাই মোটেই বলতে নাই
কেন টিবির ওষুধ নাই?