। ঠিক হ্যায়।
পড়ুয়া বিহীন স্কুল তিন হাজার ,
এক-শিক্ষক-স্কুল আরো ছয়,
মিড ডে মিলের হিসেব পেরিয়ে
কতটুকু আর পড়াশোনা হয়..
আরে হয়েছে তাতে কী,
তোমার আমার বাচ্চা থোড়াই ওসব স্কুলে যায়,
সব কুছ ঠিক হ্যায় রে বাবা ,
সব কুছ ঠিক হ্যায়।
নতুন মা’য়ের লাশটা মর্গে,
বিষ নয় ওটা ওষুধের ক্রিয়া
রিংগার-এ কার ফিংগার-ছাপ,
তাই নিয়ে চলে চ্যানেলে কাজিয়া..
আরে হয়েছে তাতে কী,
প্রাইভেটে বেশ দামী ল্যাকটেট-ও ক্যাশলেস হয়ে যায়,
সব কুছ ঠিক হ্যায় রে বাবা,
সব কুছ ঠিক হ্যায়।
মেয়েটা মরলো ডিউটির মাঝে,
ধর্ষক ধরে দায় সব সারা,
বুঝেও বোঝাটা বারণ বিচারে,
আসলে বানালো তাকে শব কারা..
আরে হয়েছে তাতে কী,
আমাদের মেয়েকে বলে দেওয়া যেন জড়ায় না ঝামেলায়,
সব কুছ ঠিক হ্যায় রে বাবা,
সব কুছ ঠিক হ্যায়।
যে হতে পারতো মেঘনাদ সাহা, সে হবে মগন মেঘরাজ শেষে,
শাণিত বুদ্ধি, গরীব মা বাপ, শিক্ষা দেওয়ার স্কুল নেই দেশে,
ভেজাল ওষুধ ব্যবসা ছড়াবে, সরকারি ছেড়ে লোভী প্রাইভেটে,
তোমার অসুখে তারা সুখী হবে, আরো বেশি বেশি ঢুকবে পকেটে..
আমাদেরই কোনো সন্তান
সেই ভেজালটি ধরে যদি করে ফোঁস,
কে বলতে পারে খুনের প্রমাণ
মুছবে না তার আর কোনো ঘোষ?
‘যারে তুমি পিছে ফেলো’ , তোমাকে তো টানবেই সে পশ্চাতে,
আরে হয়েছে কী তাতে,
আজকের সব অন্যায় আমাদেরই মা বাবা’র
‘ঠিক হ্যায়’এর দোষ।
ফটো থেকে করা যাবে নয় আফশোষ..
আর্যতীর্থ