সরকারি দলের ছোটো-বড় নির্বিশেষে নেতানেত্রী, সরকারে আছেন যাঁরা, অর্থাৎ পঞ্চায়েত-প্রধান থেকে বিধায়ক-মন্ত্রী সকলেই, সরকারের রক্ষকবৃন্দ, পুলিশকর্তা থেকে ছোটো-বড় আমলা সব্বাই – অসুস্থ হলে এঁদের নিজেদের ও পরিবার-পরিজনের চিকিৎসা সরকারি হাসপাতালেই করাতে হবে, এটা বাধ্যতামূলক না করা হলে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হওয়া মুশকিল।
জানি, সরকারি হাসপাতালে এলে এঁরা অনিবার্যভাবে ‘স্পেশাল কেয়ার’ পান – পেয়ে থাকেন, আর পাবেন-ও – ধামাধরা স্বাস্থ্যপ্রশাসক ও ডাক্তারবাবুরাই সেই আয়োজন করেন ও করবেনও – এতদসত্ত্বেও এঁদের সরকারি হাসপাতালেই আসতে হবে, এখানেই, এই পরিকাঠামো ও সাপ্লাই-হওয়া ওষুধ দিয়েই চিকিৎসা করাতে হবে, এটুকু নিশ্চিত করা গেলেই যথেষ্ট।