যে মানুষের হাত ধরে আজও
মসনদে আছ বসে
নির্বিচারে তাদেরই মারছ
কোন সে লোভের বশে?
কারোর কথাই যাচ্ছে না কানে
শিক্ষক কিংবা ডাক্তার
কারোর তুমি পরোয়া করোনা
গরীব মানুষ কোন ছাড়।
জাল ওষুধ কিংবা বিষাক্ত স্যালাইন
মানুষ মেরেছে ক’টা আর
২৬শে ফিরে আসতেই হবে
এটাই তোমার অঙ্গীকার?
মানুষকে নিয়ে ব্যবসা করো
এতই তোমার স্পর্ধা?
আগামীতে মানুষই দেখাবে
তোমায় সঠিক দরজা।।
We are all frustrated with the current situation as prevailing in the state