কোন বাড়িটা বেশি হেলেছে? ডানদিক না বাঁ দিক।
ওরে কে আছিস ববিকে বসা! বিস্কুট আর চা দিক।
ওকে শুধোও, প্ল্যান স্যাংশন কর্পোরেশন আপিসে।
সেইখানেও কি হিসেব মিশে? পঁচাত্তর আর পঁচিশে?
ডেঙ্গু জ্বরকে ‘অচেনা জ্বর’ রটিয়েছিল ববিদা।
কেন হেলছে এই বাড়িরা? কী হবে তার অভিধা?
প্রেমে পড়েছে, তাই কি তারা এভাবে হেলে পড়েছে?
বাম আমলের ফালতু মাটি ভিতের নীচে নড়েছে?
মোটমাট যাই ঘটে থাকুক পুরসভার দোষ নেই।
যদিও প্ল্যান এই আমলেই, ববির আফশোস নেই।
কালিঘাটের বিরাট খিদে, বিরাট পেটের ক্যাভিটি।
ববি এবার বলবে হেঁকে, অচেনা কোনও গ্র্যাভিটি,
দেখা দিয়েছে, তাই বাড়িরা এমন ভাবে হেলানো!
ববিদা নাকি ‘সুপ্রিমো’টা, কে বেশি দাঁত ক্যালানো?