মাস্কটাকে বাদ দিয়ে পথেঘাটে ঘুরো না
ধরলে করোনা শেষে হবে অনুশোচনা।
এখনও সময় আছে, বেঁচে যাব সব্বাই
ঠিক মাস্ক, ঠিকভাবে সকলের পরা চাই।
মাস্ক দিয়ে মুখ ঢাক, মাস্ক দিয়ে নাক
চোয়াল সুদ্ধু ঢাক, রাখবে না ফাঁক।
মাস্ক পরে কথাটথা বলা যায় দিব্যি
মাস্ক পর, স্মার্ট থাক, এ ফ্যাশন হেব্বি।
ভাল্ভ দেওয়া মাস্কগুলো একেবারে পর না
ভাল্ভের ফাঁক দিয়ে ছড়াচ্ছে করোনা।
ভাল্ভ দেওয়া মাস্ক পরে একা তুমি বাঁচবে?
সকলে পরলে ওটা তুমিও যে মরবে!
কিছু মাস্ক একবার, কিছু মাস্ক রোজ রোজ
কেনবার আগে তুমি ভালো করে নাও খোঁজ।
কাপড়ের মাস্ক পরে হরদিন যদি যাও
প্রতিদিন বাড়ি ফিরে ভালো করে কেচে নাও।
থ্রি লেয়ার মাস্ক পরে যদি যাও প্রতিদিন
ফেলতে বাড়িতে চাই ঢাকা দেওয়া ডাস্টবিন।
ভিজে গেলে মাস্কের উবে যায় প্রতিরোধ
পাল্টে নিলেই হবে কোভিডের গতিরোধ।
এন-পঁচানব্বই মাস্ক যদি নাও পাও
বুঝে শুনে যেটা পাবে সেটা তুমি নিয়ে নাও।
নকল হইতে তুমি সাবধান থাকিও
চোখ কান খুলে রেখে খরচটা করিও।
খেতে গেলে দড়ি ধরে মাস্কটাকে খুলে নাও
হাত ধুয়ে, খেয়েদেয়ে, আবার তা পরে নাও।
মাস্কটাকে টেনে তুমি গলাতে নামিও না
লেগে যাবে নাকে মুখে যদি থাকে করোনা।
মাস্কটা জরুরী খুব, ভাইরাস আটকায়
দিনরাত দেখা যায় টিভিটার পর্দায়।
মাস্ক নিয়ে পুলিশের টাস্ক ফোর্স দেখ নি?
সোশ্যাল মিডিয়া খুলে দেখে নাও এখুনই।
মাস্কটাকে ফস্কিয়ে আর রিস্ক নিও না
জীবনটা টস্কালে আর ফিরে পাবে না।
এখনও সময় আছে, বেঁচে যাব আমরাও
Mask নিয়ে প্রশ্নটা ask করে জেনে নাও।
এখনও সময় আছে, বেঁচে যাব সব্বাই
ঠিক মাস্ক, ঠিকভাবে সকলের পরা চাই।
এখনও সময় আছে, বেঁচে যাব সব্বাই
ঠিক মাস্ক, ঠিকভাবে সব্বার পরা চাই।
২৩.০৭.২০২০
ডা ক্ষেত্র মাধব দাশ কবিতা লেখেন, গান গান ‘অন্যক্ষেত্র’ নামে।
এই ছড়াটির পাঠ শুনতে ডক্টরস’ ডায়ালগের ইউটিউব চ্যানেলে যান।