Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ব্রিটিশ-বিদায়ের ৭৮-তম বর্ষে: বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা!   

Cover-Photo
Dipak Piplai

Dipak Piplai

Retired government employee and social worker.
My Other Posts
  • August 2, 2025
  • 6:36 am
  • No Comments

(এক)

“বাঙলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা।”

কথাগুলো লেখা হয়েছিলো শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা’ নাটকে; সম্ভবত ১৯১৮ থেকে ১৯২৫ খ্রিস্টাব্দের মাঝে কোনও সময়ে। সত্যিই সিরাজদ্দৌলার সময়ে ‘বাঙলার ভাগ্যাকাশে’ দুর্যোগ কতটা ঘনিয়েছিলো, তা ঐতিহাসিক গবেষণার বিষয়। কিন্তু একশো বছর পরে, বর্তমানে যে বাঙলার আকাশে দুর্যোগের ঘন কালো মেঘ জমেছে, তা প্রতিদিনই বোঝা যাচ্ছে।

যাঁরা সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে চিরকাল বাঙালি-বিরোধী, এবং প্রথম থেকেই বাংলা ও বাঙালির সর্বনাশকারী ‘বাংলাভাগ’ -এর গোঁড়া সমর্থক, তাঁরা হঠাৎ কোমর বেঁধে ‘বাঙালি অস্মিতা’ নিয়ে নাটক শুরু করেছে! যাঁদের নেতৃত্ব বাংলাভাষা আর বাঙালির মনিষা নিয়ে একেবারেই গণ্ডমূর্খ, এবং ‘বাংলাভাগ’ উদযাপনে বিশেষ আগ্রহী, তাঁরাও ‘বাংলাভাষা ও বাঙালি’ নিয়ে ভীষণ তৎপরতা দেখাতে শুরু করেছে!

‘বাংলাভাগ’-এর সমর্থক এই দুই পক্ষেরই আসল লক্ষ্য ‘বাংলা’ অথবা ‘বাঙালি’ কিছুই না। সোজাসাপ্টা ভাষায় – ২০২৬ সালে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন। “আমরাই বাংলা ও বাঙালির রক্ষাকারী দল” – এটাই প্রমাণের সংসদীয় প্রতিযোগিতা শুরু হয়েছে। ছলেবলেকৌশলে বাঙালি ভোট কতটা কব্জা করা যায়, তারই মহড়া এগুলো।

সারা ভারত জুড়ে যাঁরা বাংলাভাষীদের তাড়াচ্ছে নিজনিজ রাজ্য থেকে, সেই বিজেপি’র এই ‘বাঙালি প্রেম’-এর প্রতারণাকে কে সহ্য করতে হবে? বাংলাভাষায় কথা বললেই যাঁদের ‘বাংলাদেশী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সীমান্তের ওপারে বন্দুকের ডগায় বিজেপি সরকারের বিএসএফ তাঁদের ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আর পশ্চিমবাংলার মাটিতে এসে ‘বাঙালি প্রেম’-এর যাত্রাপালা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সব বিজেপি নেতৃত্ব।

এই নব-যাত্রাপালার আরেক শরিক পশ্চিমবাংলার শাসক তৃণমূল কংগ্রেস। তাঁরা গত ১৪ বছর ধরে ধারাবাহিকভাবে বাঙালি বিরোধী কাজ করে চলেছেন। ক্ষমতায় আসার পর থেকে কখনও ‘রোজভ্যালি’, কখনও ‘সারদা’, কখনও চাকরি চুরি, ইত্যাদি অর্থনৈতিক জালিয়াতিতে লক্ষলক্ষ বাঙালি জনগণের সর্বনাশ হয়েছে। সরকার কার্যত নীরব দর্শক! বরং এইসব চোর-জোচ্চোরদের রক্ষা করতেই তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন এবং এখনও তা-ই করে চলেছেন। ‘মাননীয়া মুখ্যমন্ত্রী’ এপ্রসঙ্গে জানিয়েছেন, “যা গেছে, তা গেছে।” এইসব জালিয়াতিতে সরকারী বিভিন্ন রথী-মহারথীদের নাম জড়িয়েছে। গরুচুরি, বালিচুরি, কয়লাচুরি, ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক অপরাধেও নাম জড়িয়েছে শাসক শিবিরের বহু কেষ্টবিষ্টুদের। তাঁদের বিরুদ্ধে ‘দল’ কোনও ব্যবস্থাই নেয় নি। সাম্প্রতিককালে ‘মাননীয়া মুখ্যমন্ত্রী’ বিচিত্র এক যুক্তি হাজির করেছেন – “প্রমাণিত না হলে অভিযুক্ত বলা যায় না”! ‘অভিযুক্ত’দের সম্পর্কে ঠিকঠাক তদন্ত করলেই ‘দোষী’ প্রমাণিত হয়। কিন্তু যদি কোনও অপরাধীকে ‘অভিযুক্ত’ বলাই না যায়, তবে তার বিরুদ্ধে তদন্তের প্রশ্নই ওঠে না! তাই কোনও পুকুর চুরির ঘটনাতেও রাজ্য পুলিশ কাউকে “অভিযুক্ত” করতে পারলো না! চোর-জোচ্চোরের দল যে কখনও কোথাওই ‘প্রমাণ’ সাজিয়ে রেখে, ‘রসিদ’ কেটে চুরি করে না, তা হয়তো ওনার জানা নেই!

সাম্প্রতিক বছরগুলোতে, লক্ষলক্ষ বাঙালি তরুণ-তরুণীকে প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এই তথাকথিত ‘বাংলা ও বাঙালি প্রেমী’ (!) শাসকগোষ্ঠী। কোটিকোটি টাকা খরচ করে এমন জাদুর খেল দেখিয়েছেন এঁরা, বাঙালির সর্বনাশকারী জালিয়াতদের কারও টিঁকিও ছোঁয়া যায়নি; কিন্তু হাজার হাজার নিরপরাধ শিক্ষকের চাকরি চলে গেছে! পরিবার নিয়ে তাঁরা আজ প্রায় মৃত্যুর দোরগোড়ায়! একদিকে অসহায়, সহায়সম্বলহীন, অসংগঠিত লক্ষলক্ষ বঙ্গবাসী শিক্ষক বাহিনী। অপরদিকে, জনগণের পকেটের টাকায় বলীয়ান সরকার তথা সশস্ত্র রাষ্ট্রশক্তি। এই চূড়ান্ত অসম লড়াই চলছে! চোর-জালিয়াতরা নিশ্চিন্তে, নিরুপদ্রবে জীবন কাটাচ্ছে। আর চাকরি হারানো ইস্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীরা ন্যায়সঙ্গত দাবি তোলায় বারবার পুলিশী হামলার শিকার হচ্ছেন! সমাজে চিরকাল সম্মানিত ও শ্রদ্ধেয় ইস্কুল শিক্ষকরা নির্লজ্জ পুলিশবাহিনীর এবং সরকারি মদতপুষ্ট লুম্পেন দের হাতে বারবার লাথি-লাঠি খাচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন। বাঙালি শিক্ষক সমাজের সামাজিক মর্যাদাকে চরম অসম্মান করছে ‘বাংলা ও বাঙালি’-র স্বঘোষিত রক্ষাকর্তার দল।

অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য থেকে শুরু করে, বাঙালি তথা বঙ্গবাসী সমাজকে এক গভীর খাদের ধারে এনে দাঁড় করিয়েছে সরকারি মোড়লরা। বহু চর্চিত ‘অভয়া’ কাণ্ডের কথা এখানে আর নতুন করে বলার দরকার নেই: রাজ্য পুলিশ আর ইউনিয়ন পুলিশের কদর্য ভূমিকা আমরা সবাই দেখেছি। এই অকল্পনীয় ও নারকীয় ঘটনায় জনমানসে দিবালোকের মতো পরিষ্কার যে শয়তানদের ভূমিকা, প্রশাসন তাদের স্পর্শও করলো না! উল্টে যাঁরা এই বীভৎস ঘটনার প্রতিবাদে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন, তাঁদের বিরুদ্ধে নির্লজ্জ কুৎসা রটাতে এবং নানা ধরনের তথাকথিত “নিয়ম মাফিক” (!) শাস্তি নামিয়ে আনতে তৎপর হয়েছেন!

বিজেপি’র ইউনিয়ন সরকার এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার, দুই সরকারের জনবিরোধী ভূমিকাতেই আজ বাঙালির এই বেদনাদায়ক হাল দাঁড়িয়েছে। তারপর, ভোটযুদ্ধে জেতার আগ্রহে দুই বঙ্গবিরোধী গোষ্ঠীই একথা বোঝাতে জান লড়িয়ে দিচ্ছে – “ভয় কিসের? আমরা তো আছি।”

খেয়াল রাখা দরকার, জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেস আরএসএস ও বিজেপি’র সমর্থন ও সাহায্যপুষ্ট। বছরের পর বছর বিজেপি মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রীত্ব-ও করেছে তৃণমূল কংগ্রেস। আরএসএস নেতাদের “দেশপ্রেমিক” আখ্যা দিয়েছে। পশ্চিমবাংলার মাটিতে হাত ধরে নিয়ে এসেছে ‘হিন্দু’ সাম্প্রদায়িকতাবাদী বিজেপি-কে।

‘গণতান্ত্রিক’ ধ্যাষ্টামো একেই বলে!

(দুই)

পশ্চিমবাংলার সামনে, বর্তমান নরকযন্ত্রণা থেকে উদ্ধার পাবার পথ কী? প্রশ্নটা সত্যিই খুব কঠিন হলেও, মোটা দাগে একটা কথা বলাই যায়।

জনবিরোধী প্রতিক্রিয়াশীল রাজনীতির উত্তরসূরি যাঁরা, তাঁদের সকলের বিরুদ্ধেই কঠিন লড়াই লড়তে হবে। শুধুমাত্র ভোট-উৎসবের সময়েই না। মাঠে-ময়দানে, কলে-কারখানায়, অফিসে-আদালতে, শিক্ষাঙ্গনে-সাংস্কৃতিক জগতে – সর্বত্র; প্রতিমুহূর্তে; সার্বিক লড়াই। সহজিয়া পথ কিছু নেই।

ব্রিটিশ আমল থেকে শুরু করে যাঁরা কেবল শাসকের দালালি আর জনবিরোধী প্রতিক্রিয়াশীল ভূমিকাই পালন করেছে; গোরু-গোবর-গোমূত্র নিয়ে চর্চা করেই যাঁরা জীবন কাটিয়েছে; স্বাধীনতা সংগ্রামীদের বিরোধিতায় যাঁদের ইতিহাস কলঙ্কিত; সেই আরএসএস-বিজেপি এণ্ড কোং-কে  সামাজিক ও রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।

দশকের পর দশক যাঁরা বাংলার বুকে শতসহস্র বাঙালি বামপন্থীদের হত্যা ও অত্যাচার করেছে, ‘কংগ্রেস’ নামক সেই রাজনৈতিক শক্তির গর্ভ থেকেই যাদের জন্ম এবং আজও পর্যন্ত যারা নিজেদের সেই পাপের জন্য জনগণের কাছে ক্ষমাভিক্ষা করেনি; আজও যাঁরা প্রতিদিন-প্রতিমুহূর্তে বাঙালি সমাজের সর্বনাশ করেই চলেছেন; সেই তৃণমূল কংগ্রেস এণ্ড কোং-এর বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।

পাশাপাশি, যাঁরা চিরকাল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই-সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, জেল খেটেছেন, সেই প্রগতিশীল বামপন্থী আন্দোলনের উত্তরসূরিদের সঙ্গে একসাথে লড়তে হবে।

দল-মত-গোষ্ঠীগত ভেদাভেদ থাকলেও, বৃহত্তর অর্থে বামপন্থীরা এমন কোনও শক্তি না যাঁরা কখনোই ভুল বা অন্যায় করেন নি; কিংবা তাঁদের কোনও সীমাবদ্ধতা থাকে না। বামপন্থীদের ‘ভুল’ হতেই পারে। কিন্তু দক্ষিণপন্থীরা ‘অপরাধ’ করে; জেনেবুঝে, সচেতনভাবে। তাঁদের নীতি ও পদ্ধতি, কাজকর্ম, সবই জনবিরোধী; সবকিছু সচেতনভাবেই পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ এবং সব জনবিরোধী শক্তির স্বার্থ রক্ষা করে। বামপন্থীদের লড়াইয়ের একটা মূল অভিমুখ থাকে। চিরকাল। দক্ষিণপন্থী প্রশাসন তথা রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধেই লড়াই-সংগ্রাম করার কথা তাঁদের। জনগণের স্বার্থই তাঁদের স্বার্থ। যদিও বিভিন্ন সময়েই তাঁরা বিচ্যুত হন তাঁদের নৈতিক কর্তব্য থেকে, সন্দেহ নেই।

হাজারো দুর্বলতা আর বিচ্যুতি সত্ত্বেও, বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থী শক্তির মূল তফাৎ জনগণ নিজেদের অভিজ্ঞতা দিয়েই বোঝেন। কোন রাজনৈতিক শক্তির আমলে চুরি হয়েছে আর কারা নিজেরাই চোর-জালিয়াত, তা জনগণ ভালোই বোঝেন। শূণ্যগর্ভ ভাষণবাজি এবং এটাওটা সুবিধা পাইয়ে দিয়ে, জনগণকে সাময়িকভাবে হয়তো কিছুটা বিভ্রান্ত করা যায়। কিন্তু চিরদিন এই ধাপ্পাবাজি চলে না।

১) চোর-জালিয়াতদের রক্ষা করার জন্য, বারবার আদালতে সরকারি কোষাগার থেকে কোটিকোটি টাকা খরচ করা;

২) বাঙালির সর্বনাশকারী জালিয়াতদের একের পর এক সরকারি-বেসরকারি হাসপাতালে‌র কেবিনে ভর্তি রেখে বাঁচানোর চেষ্টা;

৩) লুম্পেনচূড়ামণি, জেলখাটা নেতাকে ‘বীর’-এর সম্বর্ধনা দেওয়া;

৪) অজানা উৎস থেকে আয়ের টাকায় খোদ কলকাতার সেরা অঞ্চলে ‘গরীব পরিবার’ (!)-এর পক্ষে তিরিশ’টির বেশি জমি-বাড়ির মালিক হয়ে যাওয়া;
– এই সব কিছুই দক্ষিণপন্থী শাসকদের ইন্দ্রজাল! তাই, বামপন্থী পথে দক্ষিণপন্থী শক্তিদের পরাজিত করাই সুস্থভাবে বাঁচার পথ।

(তিন)

বাঙালি জাতির সর্বনাশের অন্যতম প্রধান কারণ ‘বাংলাভাগ’। ২০২৫ সালের ১৪-১৫ অগাস্টে যে সর্বনাশের ৭৮-তম বার্ষিকী। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, দুই শাসকগোষ্ঠীই এই বঙ্গভঙ্গের উদযাপনে তৎপর। বিজেপি’র প্রস্তাবিত তারিখ ২০-শে জুন; যেদিন অবিভক্ত বাংলার কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়েছিলো: ‘বাংলা ভাগ হবে’ এই সিদ্ধান্ত হয়েছিলো। আর, তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত দিন ‘পয়লা বৈশাখ’; একটা ‘বাঙালি বাঙালি গন্ধ’ মেশানো দিন! কিন্তু মোদ্দা কথাটা হলো, ‘পশ্চিমবাংলার জন্মদিন’ মানেই হলো অবিভক্ত বাংলার মৃত্যুদিন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন নির্বিশেষে সমগ্র বাঙালি সমাজের ঐক্যবদ্ধ জীবনের অন্তিম দিন। হিন্দু-মুসলমানে সন্দেহ, অবিশ্বাস, দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ অবিরাম ধারায় বেড়ে ওঠার নব-সূত্রপাতের দিন। ঐক্যবদ্ধ বাঙালি সমাজের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভাষিক, রাজনৈতিক অধঃপতনের নব-সূচনার দিন।

বাঙালি জাতির জীবনের এই বেদনার্ত দিনকে যাঁরা ‘উৎসব’-এর দিন হিসাবে পালন করতে পারেন, তাঁরা তর্কাতীতভাবে বাঙালি-বিরোধী। এঁরা কোনোমতেই বাঙালি জাতির শুভানুধ্যায়ী হতে পারেন না। এই স্পষ্ট ধারণা নিয়েই বাঙালি জাতিকে এগিয়ে চলতে হবে ভবিষ্যতের দিকে। সমাজের প্রতিটি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে করতেই বাঙালির সংগ্রামী উত্তরাধিকারকে মর্যাদা দিতে হবে।।¶

শ্রমজীবী ভাষা পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের পরিমার্জিত রূপ।

PrevPreviousOpen Letter from Abhaya Mancha
Nextআসলে, অঙ্কই হলো মূল জিনিস, জনগণ তো নিমিত্ত মাত্র……….Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

।। ফিল্ড ডায়েরি ।। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উত্তরবঙ্গ, অক্টোবর, ২০২৫

November 1, 2025 No Comments

প্রাইমারি ডিজাস্টার রেসপন্স হিসেবে বন্যা ও ভূমিধ্বসে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সপ্তাহব্যাপী অভয়া স্বাস্থ্য শিবিরের বিভিন্ন অভিজ্ঞতা আমরা এক এক করে সকলের সাথে ভাগ করে

স্বপ্নকথা

November 1, 2025 No Comments

আমাদের সময়ে মেডিকেল কলেজগুলোয় ডাকসাইটে মহিলা বস(মানে শিক্ষক) ছিলেন হাতে গোনা। তাও শুধুই পেডিয়াট্রিক্স আর গাইনিতে। পেডিয়াট্রিক্সে ছিলেন প্রফেসর শান্তি ইন্দ্র। আমি কোনওদিনও তাঁর ক্লাস

“অমিতাভ – অ্যাংরি ইয়ং ম্যান” – পর্ব ১

October 31, 2025 No Comments

অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁকে নিয়ে একটা বড় লেখার ইচ্ছে ছিল। সেদিন সময় হয় নি, আজ লেখাটার শুরু করা যাক এই ভাবে। এই শতাব্দীর সূচনালগ্নে, ইউনিসেফ

সুন্দরবন ও নিবারণদের বারমাস্যা

October 31, 2025 4 Comments

এবার নিবারণরা এসেছিল পাড়ার কালী পুজোয় তাদের চড়বড়ি তাসা পার্টি নিয়ে সেই ‘সোদরবন’ থেকে। দলে ওরা মোট পাঁচজন – নিবারণ, নিরাপদ, নিখিল, নিরঞ্জন আর নিরাপদর

সরকার মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ দ্রুত নিক।

October 31, 2025 No Comments

২৬ অক্টোবর, ২০২৫ আজ থেকে ঠিক এক বছর আগে, আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের প্রেক্ষিতে এবং লাগাতার আন্দোলনের চাপে নবান্ন

সাম্প্রতিক পোস্ট

।। ফিল্ড ডায়েরি ।। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উত্তরবঙ্গ, অক্টোবর, ২০২৫

West Bengal Junior Doctors Front November 1, 2025

স্বপ্নকথা

Dr. Arunachal Datta Choudhury November 1, 2025

“অমিতাভ – অ্যাংরি ইয়ং ম্যান” – পর্ব ১

Dr. Samudra Sengupta October 31, 2025

সুন্দরবন ও নিবারণদের বারমাস্যা

Somnath Mukhopadhyay October 31, 2025

সরকার মানুষের স্বার্থে আমাদের দাবিগুলো পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ দ্রুত নিক।

West Bengal Junior Doctors Front October 31, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

586453
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]