মধ্যবিত্ত ভাবুকচিত্ত,
মাথার ভেতর ভূতের নৃত্য
নিত্য লাগার জিনিসপাতির দাম নাগালের বাইরে,
যেটুকু জমেছে ব্যাঙের আধুলি,
বিপদের সাথে করে কোলাকুলি,
সরকার যদি দাবী করে তাতে আরো কাটমানি চাই রে!
মানি করে কাট বাজার আর হাট,
বাকি সব ঘেঁটে লাট,
সকল ক্ষেত্রে লোলুপ নেত্রে ট্যাক্স বোয়ালের ঘাই রে।
খরচ করলে লাগে জি এস টি,
জমালেও সুদে শনির দৃষ্টি
নিজেরই টাকাতে সার্ভিস চার্জ গিয়ে এ টি এম-এ তুললে,
রোজগার করি যাই খড়কুটো,
ভায়াগ্রা পেয়ে পকেটের ফুটো,
এত বেড়ে গেছে , ধু ধু করে বুক ব্যাংক-পাসবই খুললে।
সব নিলে কেড়ে কে বা রোজগেরে,
ইনফ্লেশনের রেসে যাই হেরে,
আধপেটা খাও , তবু ট্যাক্স দাও , পেয়াদা ধরবে ভুললে।
একশো’র থেকে ট্যাক্সোটি কেটে,
খুচরো যেটুক ঢুকছে পকেটে,
বেগুন লংকা কিনতে তা শেষ কিনবো কী দিয়ে সোনা,
দমকলই যদি আগুন লাগায় ,
শুশ্রুষা নেই সেই পোড়া ঘা’য়,
এখানে মলম দিতে নেই কোনো অনুদান জাদুটোনা।
এসালে পঁচাশি পরে দেবে লাখ
ওই বাজে শোনো ক্লাবে ক্লাবে ঢাক
মধ্যবিত্ত ঘাম আর রক্তে সরকারি আলপনা।
কখনো হয়না ট্যাক্সে জিত তো,
ভোটে বেচারার ফোকলা teeth তো,
মধ্যবিত্ত মার খেলে কারো ভেজে না চোখের কোণা।










