তদন্ত প্রক্রিয়া বিপথে চালিত ও বিলম্বিত করার পর আজ যখন শুনলাম আর জি কর -এর চেস্ট ডিপার্টমেন্ট সংস্কারের নামে ভাঙা হচ্ছে , আমরা নিশ্চিত প্রমান লোপাটের যে আশঙ্কা আমরা করেছিলাম তা দৃঢ় হচ্ছে। কাল সকাল ১০ টায় সিবিআই তদন্তভার গ্রহণ করার আগেই সব কাজ সেরে ফেলা হচ্ছে।
এই অবস্থায় আমরা মানুষের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে কাল পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ আগামী কাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত আউটডোর এবং জরুরী নয় এমন চিকিৎসাপরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতালে ও ব্যক্তিগত চেম্বারে।
আশা করি জনগণ বুঝতে পারছেন কেন আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, আপনারা আমাদের সঙ্গে থাকুন । ।
চিকিৎসক- জনগণ ঐক্য জিন্দাবাদ।
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোনার
যুগ্ম আহ্বায়ক
জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ।