কাল থেকে আউটডোর, ওটি বন্ধ করে যদি বলি আমরা কোনো কিছুতে হাত দেবনা, আমরা শুধু দেখবো- মুখ্যমন্ত্রী এক কথার মানুষ হলে হাসপাতাল চালানোর মতো সরকারি ডাক্তার বের করে দেখাক!! আন্দোলনের সময় তো রোজ মরাকান্না শুরু হয়েছিল। তার মধ্যেও মানুষকে ভুল বুঝিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে বাইরে রোগী পাচার করেছে ‘May I help you’ কীয়স্ক বসিয়ে…
ঠগ জোচ্চোর মহিলা, ভাইপোর তৈরি ড্রেনের জলের স্যালাইন দিয়ে মানুষ মারছে, এদিকে গাফিলতির নামজপ করছে। কোন গাফিলতিতে প্রসূতি মায়েদের ইনফেকশন হয়ে সেপসিস হলো, কিডনি বিকল হলো পা-চাটা আমলা-গামলারা বলুক!!
১২জন ডাক্তার সাসপেন্ড হলো। কেন জানেন? ওরা পাকামো মেরে স্যালাইনের দুর্নীতি সামনে আনতে চেয়েছিল। মানুষ আকছার মরছে- কান পাতুন ঠিক শুনতে পাবেন। কখনো ভুলভাল স্যালাইনে, কখনো অক্সিটোসিনে, ভুলভাল হেপারিনে রক্ত জমাট বেঁধে, এমনকি ভুলভাল পেসমেকার বসিয়ে। কেউ বেশি শব্দ করে না, শব্দ করলেই সমস্যা।
মানুষ বড় সস্তা, সরকারি হাসপাতালে আসা প্রান্তিক মানুষ তো আরোই সস্তা। তাদের পাঁচ লাখ মুখে ছুড়ে মারলেই মুখ চুপ হয়ে যায়। এত কথার কী আছে!!