অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১৪ অগাস্টের ঐতিহাসিক রাত থেকে আমরা মেয়ে, ট্রান্স ও ক্যুয়ার মানুষেরা পথে ছিলাম, আছি, থাকব। আমারা আমাদের দাবি আদায় করতে আগামী ১৬ই জানুয়ারি, ২০২৫ রানি রাসমণি রোডে অবস্থান করব ও নবান্নতে ডেপুটেশন জমা দেব। বাংলার সব মেয়ে-ট্রান্স-ক্যুয়ার মানুষ এক হও।
“যদি তোর ডাক শুনে কেউ”
সেবাগ্রামে থাকার সময় গান্ধীজি সময় পেলেই লম্বা হাঁটা লাগাতেন। ১৯৩৯ এর ডিসেম্বর আশ্রম থেকে বেড়িয়ে গান্ধীজি দেখলেন হাতে পুঁটুলি নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি