অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১৪ অগাস্টের ঐতিহাসিক রাত থেকে আমরা মেয়ে, ট্রান্স ও ক্যুয়ার মানুষেরা পথে ছিলাম, আছি, থাকব। আমারা আমাদের দাবি আদায় করতে আগামী ১৬ই জানুয়ারি, ২০২৫ রানি রাসমণি রোডে অবস্থান করব ও নবান্নতে ডেপুটেশন জমা দেব। বাংলার সব মেয়ে-ট্রান্স-ক্যুয়ার মানুষ এক হও।
অভয়া মঞ্চকে শ্রমজীবী ভাষার কিছু প্রশ্ন এবং আহ্বায়কদের উত্তর
১। শ্রমজীবী ভাষা : অভয়া মঞ্চ কি ? ডা.পুণ্যব্রত গুণ : অভয়া আন্দোলন গণআন্দোলনের রূপ নেবার পর থেকেই বিভিন্ন গণসংগঠনগুলোর পক্ষ থেকে সাধারণ মানুষের সমর্থনকে