নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড কালচারের প্রস্তুতি। অনুমতিক্রমে ডক্টরস’ ডায়ালগে প্রচারিত।
মন খারাপ করা মানেই খারাপ মনের নয়
কেউ হয়তো দিনের পর দিন সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন, কারো হয়তো আইভিএফ-এর চিকিৎসা চলছে কিংবা কারও হয়তো সদ্য মাস দুয়েকের প্রেগন্যান্সি নষ্ট হয়ে গেছে,
ভিডিওটি প্রচারে সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সময়কালে এধরণের আবেদন অনেকটা কার্যকরী হয়েছে বলে একদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে। তবে এখনও অনেক রাস্তা যাওয়া বাকী। প্রসঙ্গত জানাই আমাদের প্রচারের কাজের একটা বড়ো প্রেরণা আপনারা।