কোন মন্ত্রে দাঁড়িয়ে গেল একলাইনে
শাসক, মন্ত্রী, পুলিশ এবং বিচারপতি
ঘটনা যেটা সারাটা দেশ জেনেই গেছে
বিচার তখনও চলছে নকল অন্ধকারে।
কোটি টাকায় ধন্য জীবন, ধন্য যাদের
সেই শর্তে দাঁড়িয়ে গেল একই রেখায়
আলোছায়ায় অন্য নাটক অন্য মঞ্চে
বিচার শুধু তলিয়ে গেল অতল তলে।
মন্ত্রী পুলিশ দাঁড়িয়ে গেলে এক লাইনে
নির্যাতিতার মধ্যরাতের আর্তনাদ
হারিয়ে গেল নিশীথ রাতের অন্ধকারে
যেখান থেকে আর ফেরেনা মাটির ওপর।
টাকার ওপর ভাসিয়ে রাখা গানের মেলা
সংস্কৃতি, হস্তশিল্প, স্বাস্থ্য শিবির
তবুও চাপা যাচ্ছে না সেই আর্তনাদকে
বেরিয়েছিল মধ্যরাতের কণ্ঠ থেকে।